বুরকিনা ফাসো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
কোন দেশ টি-২০ বিশ্বকাপ ২০২২ এর আয়োজক?
সুয়েজ খাল কোন দেশের অন্তর্গত?
পানামা খাল কোন দুই মহাসাগরকে সংযুক্ত করেছে?
ওডেসা কোন দেশের সমুদ্র বন্দর?
বাল্টিক সাগর তীরবর্তী দুটি দেশের নাম লিখুন।
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কোথায়? নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশসমূহের নাম লিখুন
আন্তর্জাতিক সংস্থার মধ্যে সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কোন সংস্থা? এ তালিকার ২য় অবস্থানে রয়েছে কোন সংস্থা?
নিশীথ সূর্যের দেশ, হাজার হ্রদের দেশ এবং সকাল বেলার শান্তি বলা হয় কোন তিনটি দেশকে?
এশিয়া মহাদেশের কোন দেশকে নগর রাষ্ট্রের সাথে তুলনা করা হয়। রাষ্ট্রটি অন্য কোন রাষ্ট্রের সাথে সেতু দিয়ে যুক্ত?
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ও কি কি? এর মধ্যে কার্যকরী ভাষা কয়টি ও কী কী?
ডুরান্ড লাইন ও র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের সীমান্ত?
আন্দামান দ্বীপপুঞ্জ ও সেন্ট হেলেনা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
শ্যামদেশের বর্তমান নাম কী?
বিগ-বি (Big-B) কী? বিগ-বি এর ধারণার ভিত্তি কী কী?
এ উদ্যোগের প্রন্ধনকারী রাষ্ট্র কোনটি এবং কোন এলাকাকে কেন্দ্র করে এ কার্যক্রম গ্রহণ করা হয়?
i. OPEC ii. PIC iii. FBI
কাতারে কত নম্বর বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল? উদ্বোধনী খেলা কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে?
সাংহাই সহযোগিতা সংস্থার উদ্দেশ্য কী? সংক্ষেপে আলোচনা করুন।
ন্যাটোর মূল উদ্দেশ্য কী? আপনি কি মনে করেন ন্যাটো তার উদ্দেশ্য পূরণে কার্যকর ভূমিকা রাখছে?