সুয়েজ খালের দুই প্রান্তে কোন কোন জলরাশি অবস্থিত?
গ্রীন হাউস ইফেক্ট
ডব্লিউটিও (WTO)
কাশ্মীরের নিয়ন্ত্ররেখা (LOC)
বিমসটেক (BIMSTEC)
জিএসপি (GSP)।
সহস্রাব্দ শীর্ষ সম্মেলন
এক দেশ দুইটি ব্যবস্থা নীতি ।
সুশীল সমাজ।
মূল চীনের সঙ্গে তাইওয়ানের একত্রিত হওয়ার সম্ভবনা সম্পর্কে সংক্ষেপে কিছু লিখুন। প্রসঙ্গক্রমে এই সম্ভাব্য যুক্তির পক্ষের ও বিপক্ষের উপাদানগুলাে সংক্ষেপে আলােচনা করুন।
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ক্লিনটনের অবদান সংক্ষেপে বর্ণনা করুন। এই প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতির উপর আলােকপাত করুন।
সাফটা (SAFTA) কী? এর বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করুন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘােষণা নিয়ে কি কারণে সমস্যা ও বিলম্ব ঘটেছিল? শেষ পর্যন্ত কীভাবে সমস্যার নিষ্পত্তি হয়? সংশ্লিষ্ট উল্লেখযােগ্য ঘটনা পরস্পর সংক্ষেপে বর্ণনা করুন।
ম্যাড কাউ (Mad Cow) রােগ কী? এ সম্বন্ধে যা জানেন সংক্ষেপে লিখুন।
ওপেক (OPEC) কী? সদস্য দেশসমূহের স্বার্থ সংরক্ষণে এই সংগঠন সাধারণত কী ধরতে মকা পালন করে থাকে? জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি একটি তেল আমদানিকারী স্বরে দেশের অর্থনীতিতে কী ধরণের প্রভাব ফেলতে পারে? |
জাতিসংঘে বর্তমানে কয়টি ভাষায় সরকারি কাজকর্ম চলে?
ফারাক্কার পানি বণ্টন চুক্তি প্রথম কখন সম্পাদিত হয় এবং এটাতে নিজ নিজ দেশের পক্ষে কে কে স্বাক্ষর করেন?
৩৮তম অক্ষরেখার বিশেষ গুরুত্ব কী?
যৌথ নিরাপত্তা কী?
ভূ-অর্থনীতি কী?