স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু উন্নত দেশের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (GSP) পেয়ে থাকে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রদত্ত GSP সুবিধা। স্থগিত করেছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে উক্ত GSP সুবিধা। পূনর্বাহলের চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। GSP সবিধা পুনর্বহাল সংক্রান্ত আলোচনায় কী কী বিষয় স্থান পাবে বলে মনে করেন এবং এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন, আলোচনা করুন।
জেনেভা কনভেনশন কি এবং এর মূল উদ্দেশ্য কি?
ট্যারিফ ও ট্যাক্র এর মধ্যে পার্থক্য উদাহরণসহ আলোচনা করুন।
সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক আদালত বা ট্রাইব্যুনালের কাজ কি? এর সদর দপ্তর কোথায়?
কূটনীতিকগণ কর্মরত অবস্থায় কোনো দেশে কি ধরনের সুবিধাদি ও দায়মুক্তি (Immunities) পায়ে থাকেন?
Balance of Power বলতে কি বুঝায়?
উপনিবেশবাদ এবং নব-উপনিবেশবাদ বলতে কি বুঝায়? উদাহরণসহ লিখুন।
কিয়োটো চুক্তি কি? এ চুক্তিটি কি উদ্দেশ্যে, কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
জাপানের আইনসভা;
বিশ্বায়ন (Globalization);
এশিয়ান হাইওয়ে;
এ্যামব্যাসেডর ও হাইকমিশনার;
বাংলাদেশ-ভারত মৈত্রী ও সহযোগিতা চুক্তি;
নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের ভূমিকা;
World Economic Forum.
বিংশ শতাব্দী প্রথম মহামন্দা (Great Depression) কখন শুরু হয় এবং এর পিছনে কি কি কারণ ছিল?
নুরেমবার্গ বিচার বলতে কি বুঝায়? এখানে কাদেও বিচার করা হয়?
ষোড়শ জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন করে, কোথায় অনুষ্ঠিত হয়?
বিশ্ব রাজনীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা ও কর্মপদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন।
জোট নিরপেক্ষ আন্দোলনের মূলনীতিগুলো লিখুন।