5x+13 = 31 হালে 5x + 31 এর মান কত?
a3 + (a+1)3 -9, রাশিটির একটি উৎপাদক (a-1) হলে অপরটি নির্ণয় কর।
(a+b)= 7 এবং ab=10 হলে, (a -b)2 এর মান কত?
বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে?
Cop-24 এর পরবর্তী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
বাংলাদেশে প্রথম ছয় লেনের সেতুর উদ্বোধন হয়েছে কোন জেলায়?
দেশের ২৯তম গ্যাসক্ষেত্রের নাম কী?
বাংলাদেশের সর্বপ্রথম সাফারি পার্কের নাম কী? এটি কোথায় অবস্থিত?
'এগিয়ে যাবে বাংলাদেশ' গ্রন্থটির লেখক কে?
২০২৩ সালে বাংলা একাডেমীর রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কোন ক্যাটাগরির স্যাটেলাইট?
মর্যাদা অনুযায়ী বাংলাদেশের তৃতীয় বীরত্বসূচক খেতাব কি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালের কত তারিখে প্রধান মন্ত্রির দায়িত্ব গ্রহন করেন?
'থ্রি ফিঙ্গার স্যালুট' দিয়ে কী বুঝানো হয়?
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়?
চাঁদে গেলে মানুষের ওজনে কি ধরণের পরিবর্তন হয়?
মানুষের রক্তের কোন রঞ্জক পদার্থের কারণে রক্তের রঙ লাল দেখায়?
ইমেইল ঠিকানায় @ এর পরের অংশটিকে কি বলে?
তড়িৎ প্রবাহের একক কী?