অনমনীয় কোন সমাসবদ্ধ পদ ?
সন্ধি বিচ্ছেদ করঃ 'পতঞ্জলি'
কারক ও বিভক্তি নির্ণয় করঃ পাপে বিরত হও ।
Fill in the blanks with appropriate preposition: I am sanguine ___ success.
Correct the sentence without changing the tense: He has (give) smoking.
Use the Verb correctly: 'The lesson can (learn) by the children.
Convert to simple sentence: Who knows the time when he departed?
Correct the sentence: One of the player are Injured.
Write the meaning of the idioms ‘By and By’
Write the verb from of ‘Denger’.
Convert into positive form: Green tea is the most healthy drink I have ever found.
Translate into English: চেষ্টা ছেড়ো না।
Translate into English: সে হাসিতে হাসিতে ঘরে ঢুকিলো।
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
করিম সাহেব মোবাইলে ৫ মিনিট কথা বললেন। প্রতি মিনিটের মূল্য ১.৫ টাকা এবং ভ্যাট ১৫% হলে মোট ব্যয় কত টাকা?
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৫ ও ৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকে?
একটি দোকানে ১৬ টি ভিন্ন ডিজাইনের শার্ট আছে। ১/৪ অংশ ডিজাইনের ৫ টি করে এবং ৩/৪ অংশ ডিজাইনের ৪ টি করে শার্ট আছে। ঐ দোকানে সর্বমোট কতটি শার্ট আছে?
এক ইউনিটের বিদ্যুতের মূল্য ৯ টাকা, যা এর মোট উৎপাদন খরচের ৬০%। বাকি মূল্য যদি সরকার ভর্তুকি দেয়, তাহলে ৫ ইউনিট বিদ্যুতে সরকারের দেয়া ভর্তুতি কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে?
সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোনদ্বয়ের বিয়োগফল কত?