I have no taka.
Mamun and Masud was here.
Padma is a big river.
He called me fool.
এখন রাত দশটা
যেমন কর্ম তেমন ফল
ছেলেটি অঙ্কে পাকা
টিপ টিপ করে বৃষ্টি পড়ছে
Feminine Gender লিখুন
(ক) Nephew
(খ) Heir
ইংরেজী করুনঃ তিনি দরিদ্র হলেও সৎ
Fill in the blank : (a) Dhaka stands on — Buriganga.
অর্থসহ বাক্য রচনা করুন: Fair weather friend.
শুদ্ধ করুন: He did a sin
সে শুধু একজন ভালো ছাত্রই নয়, ভালো খেলোয়ারও ।
অতিচালাকের গলাই দড়ি ।
তুমি কলেজে যাওয়ার পূর্বে আমি বইটি পড়া শেষ করব।
আপন ভালো তো জগৎ ভালো।
মেয়েটি যেমন বুদ্ধিমতি তেমন রূপবতী।
Translation into English:যে দেশকে ভালোবাসেন সে একজন দেশপ্রেমিক। দেশ প্রেমিক নিজেদের জীবনের চেয়ে দেশকে বেশী ভালোবাসেন। দেশের জন্য তাঁরা নিজের জীবনকে উৎসর্গ করতেও প্রস্তুত। প্রত্যেকে তাঁদের সম্মান করেন। মৃত্যুর পরেও তাঁরা বেঁচে থাকেন ।