ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের পূর্ণনাম লিখুন, উপাধিসহ।
মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে?
আলাওল রচিত তিনটি কাব্যের নাম লিখুন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'ভ্রান্তিবিলাস' ইংরেজি কোন বইয়ের অনুবাদ?
বৈষ্ণব পদাবলীর দু'জন পদকর্তার নাম লিখুন।
বেতাল পঞ্চবিংশতি' কার লেখা?
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
মুনীর চৌধুরীর দুটি নাটকের নাম লিখুন।
'অশ্রুমালা' কাব্যের রচয়িতা কে?
সবার জন্য শিক্ষা ।
প্রসঙ্গ বাংলাদেশ এবং সার্ক।
মূল্য বােধের অবক্ষয় ও যুবসমাজ।
পরিবেশ দূষণ ও প্রতিকার।
একুশ শতকের পৃথিবী: আমাদের প্রত্যাশা।
বই কিনে কেউ দেউলিয়া হয় না।
সাহিত্য, শিল্প, সংগীত কালচারের উদ্দেশ্য নয়-উপায়।।
বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি! দেশে দেশে কত-না নগর রাজধানী মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু কত-না অজানা জীব, কত-না অপরিচিত তরু। রয়ে গেল অগােচরে , বিশাল বিশ্বের আয়ােজন; মন মাের জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
যুগধর্মের সহিত আমাদিগকে পা মিলাইয়া চলিতে হইবে, কিন্তু তাহার নিকট অমন করিয়া আত্মসমপর্ণ করিলে চলিবে না। আমাদের বুঝিতে হইবে-যাহাকে আমরা যুগধর্ম বলি, তাহার অনেকখানি হুজুগ-ধর্ম। এই হুজুগ-ধর্মের তাড়নায় ভাসিয়া না গিয়া তাহাকে রােধ করিতে পারিলেই আমাদের মঙ্গল। যাহারা চিন্তাশীল, যাহারা মহাপুরুষ, তাহারা আপন চিন্তা , পৌরুষ ও মহিমা দ্বারা যুগ প্রবাহকে ফিরাইয়া দেন-যুগ-ধর্মের বিরুদ্ধে দাঁড়াইয়া তাঁহারা যুদ্ধ করেন। আর যাহারা দুর্বল ও অপরিণামদর্শী, তাহারাই নূতনের প্রথম আঘাতেই পরাজয় স্বীকার করে।
বানান ভুল দোষনীয়।