প্রযুক্তি, যুক্তি ও নৈতিকতা
নারীর ক্ষমতায়নে শিক্ষা ও পরিবার
অর্থনৈতিক উন্নয়নে আত্মকর্মসংস্থান
সাম্প্রদায়িকতা-অসাম্প্রদায়িকতা
শৈশবস্মৃতি
সারমর্ম লিখুনঃ
যেখানে এসেছি আমি, আমি সেথাকার,
দরিদ্র সন্তান আমি দীন ধরণীর।
জন্মাবধি যা পেয়েছি সুখদুঃখ ভার
বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির।
অসীম ঐশ্বর্যরাশি নাই তোর হাতে
হে শ্যামলা সর্বসহা জননী মৃন্ময়ী।
সকলের মুখে অন্ন চাহিল জোগাতে,
পারিসনে কত বার, -কই অন্ন কই,কাঁদে তোর সন্তানেরা ম্লান শুষ্ক মুখ;
জানি মাগো তোর হাতে অসম্পূর্ণ সুখ ।
যা কিছু গড়িয়া দিস, ভেঙে ভেঙে যায় -
সব তাতে হাত দেয় মৃত্যু সর্বভুক ৷
সব আমি মিটাইতে পারিসনে হায়-
তা বলে কি ছেড়ে যাব তোর তপ্ত বুক?
নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার লক্ষ্যে আপনার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লিখুন ।
মুক্তিযুদ্ধভিত্তিক চারখানা উপন্যাসের তালিকা দিয়ে সেসব বই প্রেরণের অনুরোধ জানিয়ে একটি প্রকাশনা সংস্থার পরিচালকের নিকট পত্র লিখুন।
'বি' বা 'নি' উপসর্গ যোগে পাঁচটি শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ করুন ।
'চোখ' শব্দের পাঁচটি সমার্থক শব্দ লিখুন ।
‘পড়া’ শব্দ ব্যবহার করে পাঁচটি ভিন্নার্থক বাক্য তৈরি করুন।
নিক্কন
মুহুর্ত্ত
বিদ্দ্যান
মরুদ্দান
রুগ্ন
বাংলায় অনুবাদ করুনঃ
The world is like looking glass. If you smile, it smiles, if you frown, it frowns back. If you look at it through a red glass, all seems red and rosy; if a blue, all blue; if through a smoked one, all dull and dirty.
ভাবসম্প্রসারণ করন: দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুফল-কুফল বিষয়ে একটি রচনা লিখুন।
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আরো কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে তুমি মনে কর। বর্তমানে চলমান মাদকবিরোধী অভিযানের ব্যাপারে তুমি কতটা আশাবাদী?