বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ
আমাদের সামাজিক উৎসব
নৈতিকতা ও শিষ্টাচার
মুক্তিযুদ্ধনির্ভর পাঁচখানা বইয়ের তালিকাসহ সেগুলো প্রেরণের অনুরোধ জানিয়ে কোনো প্রকাশনা সংস্থার ব্যবস্থাপকের নিকট একখানা পত্র লিখুন
কম্পিউটার পরিচালনার দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা জানিয়ে আপনার ছোট ভাই বা বোনের জন্য একখানা পত্র রচনা করুন।
সারমর্ম লিখুন :
আমার একার সুখ, সুখ নহে ভাই-
সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।
আমার একার আলো- সে যে অন্ধকার,
যদি না সবারে অংশ দিতে আমি পাই ।
সকলের সাথে বন্ধু, সকলের সাথে,
যাইবো কাহারে বল ফেলিয়া পশ্চাতে।
একসাথে বাঁচি আর একসাথে মরি,
এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।
বাংলায় অনুবাদ করুনঃ
How are real friends? Their number is very small. There come many friends in the days of prosperity. They are not only greedy of money but selfish also. A real friend stands by his friend in weal and woe and the proverb goes 'a friend in need is a friend indeed'.
বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লিখুন।
উপসর্গ কাকে বলে? বাংলা ভাষায় উপসর্গের চারটি কাজ উদাহরণসহ উপস্থাপন করুন।
দূর্গতী
পুরুষ্কার
বিদ্যান
কর্ণেল
রুঘ্ন
'পদ্ম' অথবা 'পানি'-র পাঁচটি সমার্থক শব্দ লিখুন।
ষোলো আনা
মাকাল ফল
বিষবৃক্ষ
তাসের ঘর
ছা-পোষা