সারমর্ম লিখুন :

আমার একার সুখ, সুখ নহে ভাই- 

সকলের সুখ, সখা, সুখ শুধু তাই। 

আমার একার আলো- সে যে অন্ধকার, 

যদি না সবারে অংশ দিতে আমি পাই । 

সকলের সাথে বন্ধু, সকলের সাথে, 

যাইবো কাহারে বল ফেলিয়া পশ্চাতে। 

একসাথে বাঁচি আর একসাথে মরি, 

এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।

Created: 3 months ago | Updated: 3 months ago

Related Questions