বাইনারি সংখ্যা পদ্ধতি ও বিসিডি কোডের তুলনামূলক আলোচনা করুন।
মৌলিক লজিক গেইটসমূহ সত্যক সারণীসহ বর্ণনা করুন ।
সত্যক সারণী কী? উদাহরণসহ লিখুন।
NOR গেইটের সাহায্যে নট, অর এবং অ্যান্ড গেইটের বাস্তবায়ন দেখান।
যদি F=X−Y+XY Z− হয়, তবে প্রমাণ করুন যে, F.F− = 0
ডেটা প্রসেসিং পদ্ধতি আলোচনা করুন।
প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকগুলো অর্থসহ লিখুন।
দুটি সংখ্যার গ.সা.গু নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখুন।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করুন।
কোড কী? ASCII কোডের বৈশিষ্ট্যগুলো লিখুন।
ই-মেইল কী? ই-মেইল অ্যাড্রেসের গঠন সম্পর্কে লিখুন।
(BF)১৬ এবং (৫৫)৮ সংখ্যা দুটি যোগ করুন এবং ফলাফল হেক্সাডেসিমেলে প্রকাশ করুন।
কোন যুক্তিতে ১ + ১ = ১ এবং ১ + ১ = ১০ হয়? ব্যাখ্যা করুন।
(A+C−) (B−+D)− সমীকরণটি সরল করুন এবং যুক্তি বর্তনী অঙ্কন করুন ।
অ্যালগরিদম কী? অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো লিখুন।
কম্পিউটার মেমরির ক্ষুদ্রতম এককের নাম কী?
এক গিগাবাইট সমান কত মেগাবাইট?
ব্যান্ডউইথ কাকে বলে?এর একক কী?
IMBps বলতে কি বুঝায়?
বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? এর অংক কয়টি ও কি কি?