শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে , কত টাকা ৭ বছরে সুদে-আসলে ১,০৬৫ টাকা হবে?
সকাল ১০.৫০ থেকে সকাল ১১.১৪ এর মধ্যে এক ঘন্টার কতটুকু অতিক্রম হয়েছে?
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে । উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে?
ফারেনহাইট এবং সেন্টিগ্রেড তাপমাত্রার মাপের সম্পর্ক হচ্ছে F = 9/5 ডিগ্রি +৩২ । কত তাপমাত্রায় দুটি থার্মোমিটারের পাঠ একই হবে?
দুটি জাহাজ একই বন্দর থেকে সকাল ১১.৩০ এ রওনা হলো। একটি পূর্ব দিকে ঘন্টায় ২০ মাইল গতিতে চলে এবং অন্যটি দক্ষিণে ঘন্টায় ১৫ মাইল গতিতে চলে। দুপুর ২.৩০ এ জাহাজ দুটির দূরত্ব কত মাইল হবে?
১২ কোন সংখ্যার ১৫০% ?
a2+25b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
তিনটি পর পর মৌলিক সংখ্যায় গড় যদি ১৯.৬৭ হয় তবে সংখ্যা তিনটি কত?
P কিলো লবণ যদি q কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে?
এর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
একটি সরললেখার উপর অংকিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক -তৃতীয়াংশের উপর অংকিত বর্গের ক্ষেত্রফল এর কতগুণ?
একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার। বাগানের পরিসীমা কত মিটার ?
একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত রাভ হবে?
১০% সরল মুনাফায় ২০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা হবে?
3 cot A = 4 হলে Sin A এর মান কত?
9p2 +14 P এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
m-n=x এবং mn = 6x2 হলে m3-n3 = কত?
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে.মি. এবং ৮ সে.মি. হলে, ক্ষেত্রফল কত হবে?
sinθ + cosθsinθ-cosθ=7 হলে secθ এর মান কত?