লাভলু ফেব্রুয়ারি ১৪ তারিখ কিছু গোলাপ ক্রয় করল। তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম ১৬ টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম ১৩ টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট ২৯৩ টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল?
৪৭২ মিটার দীর্ঘ একটি রাস্তার দুইপাশে ২০ মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হল। প্রতিটি পিলারের প্রস্থ ০.০৫ মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। একটি নল ৪০ মিনিট ভর্তি করতে পারে এবং অপরটি এক ঘন্টায় খালি করতে পারে। উভয় নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি হবে?
৯ টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -১৫ । সবগুলো সংখ্যার সমষ্টি কত?
একটি সংখ্যার ৪ গুণের সাথে ১২ যোগ করা হলে যোগফল হয় ৮। সংখ্যাটির দ্বিগুণের সাথে ৭ যোগ করা হলে যোগফল কত হবে?
P>২ ও q>-১ হলে, নিচের কোনটি সবসময় সত্য হবে?
দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?
n সংখ্যক চকলেট থেকে একটি ক্লাসের সকল ছাত্রকে ৩ টি করে চকলেট দিলে ৫ টি চকলেট অবশিষ্ট থাকে , কিন্তু ৪ টি করে চকলেট দিতে গেলে আরো ২১ টি চকলেটের প্রয়োজন হয় । ঐ ক্লাসের ছাত্র সংখ্যা কত?
১৫ জন লোকের বয়সের গড় ২৯ বছর। তাদের মধ্যে ২ জনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের বয়সের গড় কত?
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি ভেড়ার মূল্য কত হবে?
x-y=3 হলে , x3-y3-9xy=কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ p% হ্রাস করার ফলে এর ক্ষেত্রফল ১২% হ্রাস পেলে p- এর মান কত?
১০ মিটার /মিনিট বেগে ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের এককোণ থেকে কর্ণ বরাবর হেঁটে অপর প্রান্তে পৌঁছে বাগানের কিনার দিয়ে হেঁটে আগের জায়গায় ফেরত আসতে কত মিনিট সময় লাগবে?
২৩÷৪৫ এর ২০১১= কত?
রম্বসের কর্ণদ্বয় পরস্পর 'O' বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভক্ত কোণ__
a+b=c হলে , a3+b3+3abc=কত?
১৩,৫৬,১৫৬,১৫৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
৭/১৩ -এর ৬.১২% =০.৪৩% x x - এর মান কত?
(-৪) এবং (+৩)-এর গুণফলকে (-২) দিয়ে ভাগ দিলে কত হবে?
যদি w> x, yz হয় তাহলে কোনটা সত্য?