এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১৫০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
x+y=7 এবং xy=10 হলে (x-y)2 এর মান কত?
দুইটি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ ৬০ ডিগ্রী। এক সরলকোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে?
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন হবে?
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে. মি. এবং 6 সে. মি. হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
সুষম ষড়ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?
16-4x2 এবং6x21+24x+24 এর গ.সা.গু কত?
xy=23 হলে 6x+y3x+2y= কত?
a333 কত?
3.27x=9x+4 হলে x এর মান কত?
x2-y2+2y-1 এর একটি উৎপাদক-
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে এর ক্ষেত্রফল কত বর্গ একক?
নিচের কোনটি উৃপবৃত্তের সমীকরণ?
cosec (90°-θ)=2 হলে cosθ= কত?
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজের অঙ্কন সম্ভব হবে?
9x+9x+9x= কত?
৪০ মিটার দীর্ঘ একটি রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটি দৈর্ঘ্য কত মিটার হবে?
দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
x2-y2+2y-1 এর একটি উৎপাদক x+y-1 হলে উৎপাদক কত?
বার্ষিক ১২% মুনাফার ১০০০০ টাকার ৪ বছরের মুনাফা কত?