একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
০.১ এর বর্গমূল কত?
৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
কোন আসল ৩ বছরে সুদে-আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
ক-এর টাকা খ-এর টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট ৩০ টাকা আছে। খ-এর কত টাকা আছে?
a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c কত?
১ ঘণ্টা ২০ মিনিট ৪ ঘণ্টার কত অংশ?
১৪ অংশ
৩৪ অংশ
১৩ অংশ
২৩ অংশ
১ থেকে ১০০ পর্যন্ত উপাত্তকে ১০ টি শ্রেণিতে ভাগ করলে নম্বর শ্রেণিটি নিচের কোনটি হবে?
একটি পন্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয় মূল্য কত?
১৩,১৬,১৮,২৪,৩৪ এর গড় কত?
একটি ত্রিভুজের দুটি বাহু পরষ্পর সমান হলে তাকে কি বলে?
৭,১৪,২৮,৫৬----- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
একটি গাড়ি ঘন্টায় ২৫ মাইল বেগে ২ ঘন্টা চলার পর পরবর্তী ৪ ঘন্টায় ৫২ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথে গাড়ীর গতিবেগ কত ছিলো?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ ২০% বাড়লে এবং প্রস্থ ২০% কমলে তার ক্ষেত্রফল কী পরিবর্তন হবে?
a+b=6 এবং a-b=4 হলে ab এর মান কত?
x=5 এবং y=2 হলে 16x2-56xy+49y2 এর মান কত?
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ----- পরবর্তী সংখ্যাটি কত?
a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কি বলে?