প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী বসবে?
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE
‘ম’, ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
ব্যতিক্রমী শব্দটি বের করুন।
বিষণ্ণতা : অতীত : : ? : ভবিষ্যত
দুঃখ
শোক
অনুশোচনা
উদ্বেগ
তোড়া : ফুল : :
'চিন্তা' ও 'বিশ্বাস' হলো _____ সংক্রান্ত বিষয়।
Recent (সাম্প্রতিক) শব্দটি দ্বারা _____ কে বোঝানো হয়।
'Policy' এর বিপরীত শব্দ কোনটি?
নিচের বাক্যে কোন Preposition টি সঠিক?
"Many people suffer _____ sexual dysfunction due to myths."
নিচের কোন চিত্রটি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে?
যদি REPUBLICAN = 108 হয় তবে DEMOCRAT = ?
একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। যদি পুকুরটি কচুরিপানা দিয়ে ভরে যেতে ২৮ দিন লাগে তবে অর্ধেক পুকুরটি ভরে যেতে কত দিন লাগবে?
প্রশ্নবোধক স্থানে কী বসবে?
7 10 ? 94 463
১০ টি জিনিস থেকে একসাথে ৪ টি জিনিস কত উপায়ে নেয়া যায়?
একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় ১০০ টি প্রশ্ন আছে। প্রতি প্রশ্নের ৪ টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী ২০ টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। বাকি প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেয়। পরীক্ষার্থী ঐ পরীক্ষায় কত নম্বর পেয়েছিল?
৪ টা থেকে ৬ টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না?
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
উপরের চিত্র যদি ∠a = ৩৫ হয় তাহলে ∠b?