৩০.০৩.২০১৮
রূপালী ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ
বিষয়ঃ ক্রেডিট ও এটিএম কার্ড বিষয়ে সচেতনতা প্রসঙ্গে ।
সকল সম্মানীত গ্রহক,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, রূপালী ব্যাংক লিমিটেড, শিবালয় শাখার যে সকল গ্রাহক রয়েছেন তার মধ্যে প্রায় ৭০% গ্রাহক এই ব্যাংকের ক্রেডিট ও এটিএম কার্ড ব্যবহার করে থাকেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্নভাবে এই ক্রেডিট ও এটিএম কার্ড এর মাধ্যমে জালিয়াতি সংঘটিত হচ্ছে। এই দুই ধরনের কার্ডেই রয়েছে গোপন পিন নম্বর। এই পিন নম্বর ও কার্ড ব্যবহার করে যেকেউ টাকা ক্যাশ করতে পারেন। তাই আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপন পিন নম্বরটি সর্বদা সংরক্ষিত রাখুন এবং এটি কারো সাথে শেয়ার করবেন না। আর এই ক্রেডিট বা এটিএম কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অবশ্যই সাথে সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করে অবিলম্বে তা বন্ধ করবেন। এছাড়া নিরাপত্তার সুবিধার জন্য আপনার পিন নম্বর মাঝে মধ্যে পরিবর্তন করতে
পারেন।
বিনীত নিবেদক,
মোঃ রফিকুল ইসলাম ৩২২৯
সিনিয়র অফিসার
রূপালী ব্যাংক লিমিটেড।
শিবালয় শাখা, মানিকগঞ্জ ।
তিনটি প্রধান চালিকা শক্তির মাধ্যমে বাংলাদেশের টেলিকম খাতের উন্নতি সাধিত হয়েছে।
০১. সরাসরি বৈদেশিক বিনিয়োগের কারণে মূলধনের প্রাচুর্যতা এবং দক্ষ কৌশল ।
০২. তথ্যপ্রযুক্তির ব্যাপক বিকাশ এবং
০৩. রেমিট্যান্স আয় বৃদ্ধি এবং পোশাক শিল্পে শ্রম-নির্ভর রপ্তানি আয় বৃদ্ধির দ্বারা ভোক্তাদের ক্রয়ক্ষমতার বৃদ্ধি ।
অনেক মোবাইল অপারেটর কোম্পানিগুলো চাহিদা-তাড়িত কৌশলের পরিবর্তে যোগানের প্রবৃদ্ধি তাড়িত কৌশলের অবলম্বন করেছে। বিদেশ থেকে ধারে অর্থ নেয়ার খরচ কম হবার কারণে ঐ সকল মোবাইল কোম্পানিগুলো স্বল্প সময়ের মধ্যে অনেক দ্রুতগতিতে দেশব্যাপী নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে যাতে করে প্রচুর মুনাফা অর্জন করা যায় ৷
আশা করা হয় যে ২০১৮ সালে গ্যাসের যোগান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
লাইব্রেরী হতে এক মাসের জন্য বই এনে শেফালী পড়ছে না ।
বিশ্বকাপে খেলা আমাদের জন্য আসলেই একটি গর্বের বিষয় ।
বছরের প্রথম থেকে আমানতের উপর সুদের হার বাড়ছে।
দেশের উন্নতির অনেকাংশই স্থায়ীত্ব ও নেতৃত্বের উপর নির্ভর করে।
“তৈরি পোশাক শিল্পঃ অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার”
বাংলাদেশের মসলিন ও জামদানি পৃথিবী বিখ্যাত ছিল। বৃটিশ ঔপনিবেশিক শাসনে বাংলার শিল্প ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় পরে বাংলাদেশে আবার পোশাক শিল্পের প্রসার ঘটছে। বেসরকারি উদ্যোগে ১৯৭৬ খ্রীষ্টাব্দে যাত্রা করা তৈরি পোশাক শিল্প ১৯৭৮ সালে রপ্তানি করতে শুরু করে। আশির দশক থেকে পোশাক শিল্প বিষ্ময়কর উন্নতি করতে থাকে।
রপ্তানি বাণিজ্যঃ বর্তমানে পোশাক শিল্প বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। রপ্তানিখাতে আয়ের শতকরা ৭২.৫% আসে পোশাক শিল্প থেকে (অর্থনৈতিক সমীক্ষা ২০১৭)। বাংলাদেশ বিশ্বের ২০টির বেশি দেশে পোশাক রপ্তানি করে। বাংলাদেশ থেকে প্রথম তৈরি পোশাক রপ্তানি করা হয় ফ্রান্সে। বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, এরপর ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে মোট রপ্তানি আয়ের শতকরা ৭৫ভাগ পোশাক শিল্পের অবদান। বাংলাদেশ ২০১৫-১৬ অর্থ বছরে প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি করে। আর এ বৈদেশিক মুদ্রা একদিকে যেমন অর্থনীতিকে সচল রাখছে অন্যদিকে গ্রামীণ আর্থ-সামাজিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখছে ।
কর্মসংস্থানঃ বর্তমানে প্রায় ৪০ লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পোশাকশিল্পের সাথে জড়িত। প্রায় ১৫ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে পোশাক শিল্পে যাদের অধিকাংশই নারী। গ্রামের হত দরিদ্র এসব নারীরা তাদের পরিশ্রমে দেশের অর্থনীতি ও নিজেদের ভাগ্য এদুটোতেই পরিবর্তন এনেছে। পোশাক শিল্পের কারণে দারিদ্র্যের হার কমছে।
উদ্যোক্তা সৃষ্টিঃ কৃষিভিত্তিক বাংলাদেশে পোশাক শিল্পের মাধ্যমে কয়েক হাজার শিল্প উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এসব উদ্যোক্তা যেমন ব্যবস্থাপনা ক্ষেত্রে দক্ষ, তেমনি তাদের রয়েছে আধুনিক দৃষ্টিভঙ্গি।
বস্ত্রশিল্পঃ পোশাক শিল্প বাংলাদেশে বিভিন্ন স্পিনিং, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং এবং প্রিন্টিং শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এসেছে । এতে দেশে বহু বস্ত্রশিল্প গড়ে উঠেছে।
প্রসাধন শিল্পঃ পোশাক শিল্পের প্রভাবে বাংলাদেশের প্রসাধন শিল্প প্রসারিত হয়েছে। কারণ পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে প্রসাধন চর্চার হার অধিক।
পরিবহণ ও বন্দর ব্যবহারঃ পোশাক শিল্পের সামগ্রী আমদানি এবং রপ্তানির ফলে বন্দর থেকে কারখানা পর্যন্ত পরিবহণ শিল্পের অগ্রগতি এবং বন্দরের অধিক ব্যবহারের ফলে আয়ও বৃদ্ধি পাচ্ছে। প্যাকিজিং শিল্পের প্রসারঃ পোশাক শিল্পের প্রভাবে প্যাকেজিং, গার্মেন্টস, জিপার, বোতাম এবং বহু প্রকার প্যাকেজিং শিল্পের প্রসার ঘটেছে।
ক্যাটাগরিঃ সারা বিশ্বের ১১৫ প্রকারের পোশাকের চাহিদা রয়েছে। এর মধ্যে ইইউ'র দেশসমূহের চাহিদা রয়েছে ৮৫ রকম পোশাকের। বাংলাদেশ ৩৬ রকমের পোশাক উৎপাদন করে, যার মধ্যে ১৮টি ক্যাটাগরি কোটভূক্ত এবং বাকি ১৮টি কোটা বহির্ভূত। এছাড়া হংকং ৬৫ রকমের, চীন ৯০ রকমের, ভারত ৬০ রকমের পোশাক রপ্তানি করে থাকে ।
অন্যান্য অবদানঃ এছাড়া পোশাক শিল্পে বিনিয়োগ করে ব্যাংক লাভবান হচ্ছে, বীমা কোম্পানির প্রিমিয়ামের পরিমাণ বাড়ছে। বাংলাদেশে নতুন নতুন প্রযুক্তির আগমন ঘটছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিচিত ও অবস্থান পাকা হচ্ছে। বাইরের দেশের কোম্পানি বাংলাদেশে কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে, যেমন দক্ষিণ কোরিয়া ও শ্রীলংকার কোম্পানি। ১৯৯৪-৯৫ থেকে শুরু করে এখাতে গড়ে প্রতি বছর ২১.৫৩% হারে প্রবৃদ্ধি লাভ করে চলেছে। ২০১৭-১৮ অর্থ বছরে পোশাক শিল্পের রপ্তানির লক্ষ্যমাত্রা (প্রায়) ৩২ বিলিয়ন ডলারের বেশি ধরা হয়েছে। এভাবে পোশাক শিল্পের প্রবৃদ্ধি হলে তা অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।
পোশাক শিল্পের সমস্যাঃ
আরও কতিপয় সমস্যাঃ
Repeat: Meghna Bank Ltd. (MTO) 2017
30.03.2018
The Manager The Premier Bank Ltd.
Dhaka EPZ Branch, Savar, Dhaka 1347.
Subject: Seeking permission for the enrollment of EMBA Program.
Dear Sir,
With deep reverence I want to draw your kind attention to the fact that I, have been recently promoted to senior officer in your renowned bank. I joined here as TJO and it took 8 years of being senior officer. It is very much shocking for anyone in the banking sector. Of late, I have got on opportunity to enroll an EMBA program at Jahangirnagar University near to my branch. I think this will help my future career a lot.
Therefore, I am looking for your necessary permission for the enrollment of the EMBA Sincerely
yours program.
Md. Niamot Ullah
Senior Officer - 3229
Dhaka EPZ Branch
Savar, Dhaka 1347
A big tail piece of the plane was still undamaged but this big part of the plane were emitting
smoking.
Body bag which yellow in color is used to cover up the dead body.
Airport workers said that the plane had turned away nose-diving into the deserted field which was about 150 feet far from the airport.
The phrase 'poke out' means the panicked and sorrow stricken charred body were restless in an open bag.
Title of the passage: Heart rendering plane crash in Nepal.
Bangladesh has advanced so far in all economic indicators. Development is taking place in the field of exports, Remittance including agricultural processing. Local demand and market are expanding along with supply due to the huge financing in agriculture and small sectors. People's strength in facing difficulties is visible. 6.14% average economic growth for the last one decade is the proof of country's advancement though there was some political turmoil. We are also much advanced in reducing extreme poverty which declined to 12%. It has been determined to bring down extreme poverty to 7% in seven fifth year plan and to zero by 2030. There is no other alternative raising per capital income. And for this, we need to stronger internal economy co-ordinate of national efforts that are to be continued along with people from all walks of life in the light of the road map we have made to implement the SDGs. And by this way, Bangladesh can establish herself in the row of the developing countries.
The traffic jam of Dhaka yearly costs about 37 thousand crore taka.
As far as I know he will be busy tomorrow.
The amount of foreign debt will be reduced of Bangladesh due to the developing country.
I will tell my brother for being with you always.
The transaction period of commercial banks is 10 am to 4 pm.
Given, total students = 70
M=40; P= 35; C = 30 [Using first alphabet of all subjects]
P+C+M=15
Now, we can solve it by using Venn diagram. Let depict it.
We let the number of students
who study exactly two subjects are x, y & z.
We have to find out the value of (x + y + z)
According to the question
The number of students studying exactly two subjects is 5.
The profit of a company in Taka is given by P-3x² - 35x + 50, where x is the amount in Taka in lac spent on advertising. For what values of x does the company make a profit?
Repeat: BDBL (SO) 2018
A man's salary in 2014 was 20 thousand Taka per month and it is increased by 10% each year. Find how much he earned in the years 2015 to 2017 inclusive.
His salary in 2014 was 20,000 Tk. per month.
His salary in 2015 was = Tk. per month
100
His total income in 2015 was = Tk.
Again, his salary in 2016 was = Tk. per month
His total income in 2016 was = Tk.
And, his salary in 2017 was = Tk. per month
His total income in 2017 was = Tk.
His total income from 2015 to 2017 was = Tk.
Find the three-digit prime number whose sum of the digits is 11 and each digit representing a prime number. Justify your answer.
Repeat: BDBL (SO) 2018
Solve:
Repeat: BDBL (SO)2018
Length of each equal side of an isosceles triangle is 10cm and the included angle between those two is 45°. Find the area of the triangle.
Repeat: BKB (Officer - Cash) 2018