Rupali Bank Ltd. Recruitment Test for Officer (Cash) Examination Held On: 30.03.2018 || 2018

All

৩০.০৩.২০১৮

রূপালী ব্যাংক লিমিটেড
শিবালয় শাখা, মানিকগঞ্জ

বিষয়ঃ ক্রেডিট ও এটিএম কার্ড বিষয়ে সচেতনতা প্রসঙ্গে ।

সকল সম্মানীত গ্রহক,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, রূপালী ব্যাংক লিমিটেড, শিবালয় শাখার যে সকল গ্রাহক রয়েছেন তার মধ্যে প্রায় ৭০% গ্রাহক এই ব্যাংকের ক্রেডিট ও এটিএম কার্ড ব্যবহার করে থাকেন। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্নভাবে এই ক্রেডিট ও এটিএম কার্ড এর মাধ্যমে জালিয়াতি সংঘটিত হচ্ছে। এই দুই ধরনের কার্ডেই রয়েছে গোপন পিন নম্বর। এই পিন নম্বর ও কার্ড ব্যবহার করে যেকেউ টাকা ক্যাশ করতে পারেন। তাই আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপন পিন নম্বরটি সর্বদা সংরক্ষিত রাখুন এবং এটি কারো সাথে শেয়ার করবেন না। আর এই ক্রেডিট বা এটিএম কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অবশ্যই সাথে সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করে অবিলম্বে তা বন্ধ করবেন। এছাড়া নিরাপত্তার সুবিধার জন্য আপনার পিন নম্বর মাঝে মধ্যে পরিবর্তন করতে
পারেন।

বিনীত নিবেদক,
মোঃ রফিকুল ইসলাম ৩২২৯
সিনিয়র অফিসার
রূপালী ব্যাংক লিমিটেড।
শিবালয় শাখা, মানিকগঞ্জ ।

 তিনটি প্রধান চালিকা শক্তির মাধ্যমে বাংলাদেশের টেলিকম খাতের উন্নতি সাধিত হয়েছে। 

০১. সরাসরি বৈদেশিক বিনিয়োগের কারণে মূলধনের প্রাচুর্যতা এবং দক্ষ কৌশল ।
০২. তথ্যপ্রযুক্তির ব্যাপক বিকাশ এবং
০৩. রেমিট্যান্স আয় বৃদ্ধি এবং পোশাক শিল্পে শ্রম-নির্ভর রপ্তানি আয় বৃদ্ধির দ্বারা ভোক্তাদের ক্রয়ক্ষমতার বৃদ্ধি । 

অনেক মোবাইল অপারেটর কোম্পানিগুলো চাহিদা-তাড়িত কৌশলের পরিবর্তে যোগানের প্রবৃদ্ধি তাড়িত কৌশলের অবলম্বন করেছে। বিদেশ থেকে ধারে অর্থ নেয়ার খরচ কম হবার কারণে ঐ সকল মোবাইল কোম্পানিগুলো স্বল্প সময়ের মধ্যে অনেক দ্রুতগতিতে দেশব্যাপী নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে যাতে করে প্রচুর মুনাফা অর্জন করা যায় ৷

 আশা করা হয় যে ২০১৮ সালে গ্যাসের যোগান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

 লাইব্রেরী হতে এক মাসের জন্য বই এনে শেফালী পড়ছে না ।

Created: 4 weeks ago | Updated: 6 hours ago

বিশ্বকাপে খেলা আমাদের জন্য আসলেই একটি গর্বের বিষয় ।

বছরের প্রথম থেকে আমানতের উপর সুদের হার বাড়ছে।

দেশের উন্নতির অনেকাংশই স্থায়ীত্ব ও নেতৃত্বের উপর নির্ভর করে।