Agrani Bank Ltd. ।। Officer(Cash) (20-01-2018) || 2020

All

সকল বিষয়

স্বাধীনতার আসন্ন সুবর্ণ জয়ন্তী ও আমাদের প্রত্যাশা 

১৯৭১ সালের ২৬শে মার্চ বাঙালি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ লগ্ন। ১৯৭১ সালটাই যেন বাঙালী জাতীয়তাবাদের প্রেরণার উৎস। ২০২১ সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব। এই সালে অসত্যের উপর সত্যের, অমানবিকতার উপর মানবিকতার, শোষণ ও অত্যাচারের উপর রুখে দাঁড়ানোর ৫০ বছর পূর্তি হবে। এই উৎসবকে কেন্দ্র করেই আমাদের নানা জল্পনা-কল্পনা ও পাওয়া না পাওয়ার হিসেব নিকাশ তৈরী হবে। কাজেই ৭১ আমাদের স্বপ্ন ও ১ আমাদের প্রেরণা। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চ যখন স্বাধীনতার জন্য ডাক দিলেন, তখন বাংলার আপামর জনতা তাঁর ডাকে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ মাতৃকা হায়েনাদের কবল থেকে রক্ষা করলো। ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের রক্ত এবং ইজ্জতের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা। তাই এই স্বাধীনতা বড়ই মূল্যবান। আর আমরা দাঁড়িয়ে আছি একবিংশ শতাব্দীর প্রথম দিকে। স্বাধীনতা অর্জনের পর প্রায় ৪৬ বছর পেরিয়ে গিয়েছে। এই ৪৬ বছর বাংলাদেশকে আমরা কতদূর নিয়ে যেতে পেরেছি তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি। কিন্তু দীর্ঘ শোষণ আর বঞ্চনার পর আমরা যে পতাকা রচনা করেছি, সেই দেশ মাতৃকার উন্নয়ন ঘটাতে মা পারলে আমালের অর্জনের সবকিছুই যেন ম্লান হয়ে যাবে। ৯০ দশকে জার্মানী একীভূত হওয়ার পূর্ব পর্যন্ত জার্মানি ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনৈতিক কাঠামো প্রায় ভেঙে ফেলা হয়েছিল। সে দেশের সকল ধন-সম্পদ সমৃদ্ধ অঞ্চলে শত্রু পক্ষ আঘাত হেনে তা প্রায় ধ্বংস করে দিয়েছিল। আজ ২০১৮ সালে এসে এই জার্মানি ও সেই জার্মানির মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। অথচ ইতিহাস বেশি দীর্ঘ দিনের নয়। 

১৯৭১ সালের সাড়ে ৭ কোটি মানুষের দেশে এখন প্রায় ১৮ কোটি লোক বসবাস করে। শিক্ষার হার, মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদন প্রভৃতি সামষ্টিক অর্থনীতির সূচকে উন্নয়ন ঘটেছে। শিক্ষার হার বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ৬২.৫% মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১,৬১০ মার্কিন ডলার। মোট দেশজ উৎপাদন গড়ে ৬.৫০%-৭% এর মধ্যেই থাকছে। কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এদেশের সরকার বিভিন্ন লক্ষ্য ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। ভিশন ২০২১ তারই একটি অংশ। ২০২১ সালের মধ্যে Least Developed Countries এর তালিকা হতে বাংলাদেশের নাম প্রত্যাহার করানো আমাদের স্বপ্ন। ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর এখন আর স্বপ্ন নয়। আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের দেশ মধ্যম আয়ের একটি দেশে রূপান্তরিত হবে। ২০২১ সালের মধ্যে যে আমাদের প্রিয় মাতৃভূমিকে যে অবস্থানে দেখতে চাই, সেই প্রত্যাশার একটি চিত্র নিচে পয়েন্ট আকারে দেয়া হলোঃ 

  • নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠন। 
  • দুর্নীতি সমূলে উৎপাটন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স'।
  •  পরিবেশ দূষণ রোধ করা ও 'ভেজালমুক্ত খাদ্য' সম্পর্কিত আইনের পরিপূর্ণ বাস্তবায়ন। 
  • ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। 
  • সন্ত্রাস ও জঙ্গী কার্যক্রম সমূলে উৎপাদন ও এদের মোকাবেলায় একটি প্রশিক্ষিত দল গঠন। 
  •  রাজনীতিতে সহনশীলতার প্রতিষ্ঠা ও শক্তিশালী বিরোধী দল গঠন। 
  • বেকারত্ব নিরসন। 
  • আর্থিকথাতকে শক্তিশালী করণ ও এতে সুশাসন প্রতিষ্ঠা বিদেশে দেশের ভাবমূর্তির উন্নয়ন।
  •  অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীর পরিপূর্ণ বাস্তবায়ন। 
  • সর্বোপরি, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন প্রক্রিয়া সমাধান।

সবচেয়ে কঠিন জিনিসটি হলো কাজ করার সিদ্ধান্ত নেয়া, বাকিটা শুধু ধৈর্য । ভয় হলো কাগজের বাঘ। আপনি সিদ্ধান্ত নিয়ে যেকোন কিছু করতে পারেন, আপনার জীবন পরিবর্তন ও নিয়ন্ত্রণ করতে আপনি কাজ করতে পারেন আর কঞ্জ করার প্রণালী ও প্রক্রিয়া নিজেই তার পুরস্কার। অতীত নিয়ে চিন্তা করবেন না, বর্তমানে ভবিষ্যতের স্বপ্ন দেখবে মনোনিবেশ করবেন। নিজেকে জানাই শুধু জীবন নয়, নিজেকে সৃষ্টি করাটাও জীবন। প্রত্যেকেরই মনে রাখা উচিৎ সফলতার চূড়ান্ত/ শেষ নয় আর ব্যর্থতাই সবকিছুর শেষ নয়, সেই সফলতা বা ব্যর্থতা নিয়ে টিকে থাকাই সাহসিকতা। 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

সকল পথ হারানো মানুষ হারিয়ে যায় না। 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

একজন সাহসীকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

ভালবাসা এবং ভালোবাসা পাওয়াই জীবনের একমাত্র সুখ। 

গুণীজন কথা বলে কারণ তাদের কিছু বলার থাকে আর বোকারা কথা বলতে হয় বলে কথা বলে। 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

শিক্ষা মনকে কখনো নিঃশেষ করে না। 

২০.০১.২০১৮

বরাবর 

চেয়ারম্যান 

অগ্রণী ব্যাংক লিমিটেড 

মতিঝিল, ঢাকা। 

বিষয়ঃ কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের আওতায় নতুন বিষয়ে প্রস্তাব প্রণয়ন প্রসঙ্গে। 

জনাব,

আপনার সদয় অবগতির জন্য আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কর্পোরেট সোশাল রেসপনসিবিলিটি কার্যক্রমের ক্ষেত্রে আমাদের ব্যাংকের সাফল্য ঈর্যাজনক। বিগত বছরগুলোতে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম অগ্রগণ্য। বর্তমান প্রচলিত কার্যাবলির পাশাপাশি আমরা নিম্নলিখিত কার্যক্রমগুলো যুক্ত করতে পারিঃ

 ক. বন্যাদুর্গতদের পূর্ণবাসন ব্যবস্থা।

খ. প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্থ সম্প্রদায়কে আর্থিক সহায়তা। 

গ. ছিন্নমূল শিশু-কিশোরদের শিক্ষা ব্যবস্থা।

 ঘ. এসিড দগ্ধ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। 

ঙ. নদী ভিত্তিক বেদে সমাজের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা। 

আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের প্রচলিত সোসাল রেসপনসিবিলিটি কার্যক্রমের সাথে উপরোক্ত কার্যক্রমগুলো যুক্ত করলে সামাজিক সমৃদ্ধি সাধিত হবে বলে মনে করি। 

 সবিনয়ে,

আশরাফুল কবির 

ব্যবস্থাপক অগ্রণী ব্যাংক লিমিটেড 

মানিকগঞ্জ শাখা।

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Children utter languages before they know how to talk . 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

In this case, nurses are our teacher as they recognize their utters and answer them. Nurses maintain a dialogue with them which are entirely useless. 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

We find the language of gesture not is the feeble hands of children but it is seen in the face of children. 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Suitable title: Childhood language

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Leading a Successful Life 

Each and every person of any class has desire for being successful in the world. Even every person times throughout his entire life to attain success as one has to try hard to lead a successful life. 

To lead a successful life is a very difficult task where one needs some obvious qualities. The first and foremost quality for attaining success is hard working. It we read through the bibliography of the successful person of the world we will find that they were very hardworking in their way of livings. The other quality for attaining success is punctuality. Without being punctual none can be able to be successful. Every person should do his duty in time. There goes a proverb that "a stretch in ti ne saves nine". Another most important quality for achieving success is discipline. If one can lead a disciplined life it will much more easily for him to be successful.

 Leading a successful life is not an absolute matter. From the very beginning of life one has to inherent the above qualities to become successful. The writings or speech of the successful people will help us more to be motivated for achieving success. We can read through the life of the successful persons of the world. Strong determination for attaining success will also help for leading a successful life. Being successful only in this world is not the meaning of success. One has to also be success full after the life after dead. So it is also important to gain the satisfaction of our creator almighty Allah by doing good activities.

Facebook is a popular means of social communication at present time. Its popularity has been going up day by day. Availability of smart phones is behind this. And smart phones mean merely internet and facebook to many of them. Mark Jukerburg along with his three friends launched Facebook in 2004. At first, it was confirmed within the students of Harvard University. Later, it was made open to all due to its popularity. 

Have you completed reading this book? 

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Hearing this, he/ she were infuriated.

The man is very reliant indeed. 

I believe, he can tackle this circumstance. 

if i We could get a good job.

From 

XYZ Bank Ltd . 

Kamal Ataturk Avenue

 Banani, Dhaka 

To 

All valuable customers

 XYZ Bank Ltd. 

Subject: Introducing our newest product. 

Dear all valuable customers, 

We are extremely pleased to present to you our newest model, "Scheme for Small Genius" a recently added product which helps your siblings build a excellent future with our bank. We are sure you will receive it extremely will. 

In the brochure we have attached, pleased find included all the details of 'Scheme for Genius'. We look forward to receiving your feedback. 

Regards

 Ashraful Kabir 

Senior Officer 

XYZ Bank Ltd.

 Banani Branch 

Dhaka 

Here, Earned royalties = 1,00,000 Tk. 

Remaining royalties after tax = 1,00,000-1.00,000 × 20% = 80,000 Tk. 

Invested at higher rate=50,000 Tk

 Invested at lower rate = 80000 - 50000 = 30000Tk 

Let, Higher rate be = x% 

Lower rate be = (x - 1)% 

According to the question,

50,000 ×x%+30,000 × (x - 1)% = 6,10050.000 ×x100+ 30000×x - 1100= 6,100 500x+300(x - 1)= 6,100 500x+300x-300 = 6,100 800x=6,100+300 x=6400800=8Higher rate=8-1=7% 

Here, total number of days they worked = 72 days

 Let, the wife worked for x days

 The husband worked for (72 - x) days

 According to the question

640x+(72-x)560 = 43,520  640x+40,320-560x = 43,520  80x = 43,520-40,320 x= 320080=40 

So, the wife worked for 40 days and the husband worked for (72-40)= 32 days.

Here, the man's salary in 2015 was = 20,000 Tk.

 Here, the man's salary in 2016 was = 20,000+20,000 ×10% = 20,000 + 2,000 = 22,000 Tk.

 Here, the man's salary in 2017 was = 22,000+22,000 ×10% = 22,000+ 2,200 = 24,200 Tk.

 So, he earned in the years 2015 to 2017 inclusive = 20,000 + 22,000 + 24,200 = 66,200 Tk. (answer)

The sum of the odd numbers from 1 to 125
Inclusive = 1+3+5+...……+125
It's an arithmetic progression 

Where, a = 1; d=3-1=2

Let, nth term=125 a+ (n-1)d = 125 1+ (n-1)2 = 125 2n-2=125 - 1  2n = 124 +2 n=1262=63 Sn=n2(2a+(n-1)d} =632 {2x1+(631)× 2)=632(2+124)=632×126= 3969

Again, sum of the add numbers form 169 to 209 inclusive = 169 + 171 + 173 +.......+ 209

Here, a = 169 

d = 171-169 = 2

Let, nth term = 209 a+ (n-1)d = 209 169+ (n-1)2=209 2n-2=209-169 2n=40+2n=422=21sn=n22a+n-1d=2122×169+21-1×2=212338+40=212×378=39691+3+5.........+125=169+171+173+......+209 proved

Created: 2 weeks ago | Updated: 1 week ago

L.H.S.=aq-r×br-p×cp-q=xyp-1q-r×xyq-1r-p×xyr-1p-qputting the value of a,b,c=xq-r×yp-1q-r×xr-p×yq-1r-p×xp-q×yr-1p-q=xq-r×xr-p×xp-q×yp-1q-r×yq-1r-p×yr-1p-q=xq-r+r-p+p-q×ypq-pr-q+r×yqr-pq-r+p×ypr-qr-p+q=x0×ypq-pr-q+r+qr-pq-r+p+pr-p+q=x0×y0=1×1=1 = R.H.S

Solve the following mathematical problems:
26.

solve: x2+y3=1, x3+y2=1

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Given, x2+y3=1........(i)&x3+y2=1.............(ii) From equation (i)x2+y3=13x+2y6=13x+2y=6 ............(iii) From equation (ii) x3+y2=12x+3y6=12x+3y=6 ...............(iv) Now, multiplying equation (iii) by 3 and equation (iv) by 2 and subtracting equation (iv) from (iii), we get9x+6y=18-4x+6y=125x=6

x=56

Putting value of x in equation (iii) we get

3x+2y=6 3×65+2y=6185+2y=62y=6-1852y=30-185=125y=65x=65 & y=65

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Here, r = Radius; h = Height
We know, the volume of a sphere = 43πr3
The volume of hemisphere=42×3πr3=23πr3
We also know, the volume of cone =13πr2h

Given, that hemisphere and cone have equal bases and the same height
Volume of hemisphere: volume of cone 3

=23πr3 : 13πr2h=23πr3 : 13πr2×h=23πr3 : 13πr3 As both the height is same=23 : 13  [dividing both by πr3

=2 : 1  [Multiplying both by 3]
Ratio of hemisphere and cone = 2 : 1