সাধারণ বীমা কর্পোরেশন || উচ্চমান সহকারী (19-07-2019) || 2019

All

প্রচলিত অর্থে তারল্য (Liquidity) বলতে গ্রাহকের অর্থ চাহিবামাত্র পরিশোধের ক্ষমতাকে বুঝানো হয়। আর তারল্য সংকট (Liquidity crisis) হলো কোনো কারণে গ্রাহক যদি ব্যাংকের নিকট (তার সঞ্চিত অর্থ কিংবা বিনিয়োগের জন্য ঋণের টাকা) চেয়ে না পান তখন যে অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থা। অর্থাৎ গ্রাহকের দৈনন্দিন চাহিদা মেটানোর মতো টাকা ব্যাংকে জমা না থাকার মত অবস্থাকে তারল্য সংকট বলে। অর্থনীতিবিদদের মতে তারল্য সংকট বলতে এমন একটি অবস্থাকে বুঝায় যখন বিনিয়োগযোগ্য তহবিলের স্বল্পতা (Scarcity) পরিলক্ষিত হয়।

তারল্য সংকট বর্তমানে আমাদের দেশে প্রকট হয়ে দেখা দিয়েছে। এই অবস্থা বেশি দিন থাকলে ব্যাংকের উপর সাধারণ মানুষের আস্থা পুরোপুরি উঠে যাবে। বেশ কিছু কারণে ব্যাংকিংখাতে তারল্য সংকট দেখা দিতে পারে । দু-একটি ব্যাংক ছাড়া সব ব্যাংকই গ্রাহকের চাহিদা মোতাবেক অর্থ দিতে পারছে।

তারল্য সংকটের কারণঃ

০১. ব্যাংকগুলো অতিরিক্ত ঋণ বিতরণ করায় তাদের সাময়িক ঋণদানের ক্ষমতা কমে গেছে। ফলে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে ।. 

০২. বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ঋণ আমানত অনুপাত কমিয়ে দিয়েছে, যা আগে ছিল সাধারণ ধারার ব্যাংকগুলোর জন্য ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য ছিল ৯০ শতাংশ। নতুন সার্কুলার অনুযায়ী, সাধারণ ধারার ব্যাংকগুলোর জন্য ৮৩ দশমিক ৫০ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলোর জন্য ছিল ৮৯ শতাংশ। প্রথম সার্কুলারে ২০১৮ সালের জুনের মধ্যে ঋণ আমানত অনুপাত সমন্বয় করতে বলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে ।

০৩. আমদানি ব্যয় মেটানোর জন্য সরকারি-বেসরকারি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনে ফলে টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যায় । অর্থাৎ ব্যাংকগুলোর কাছ থেকে নগদ টাকা বাংলাদেশ ব্যাংক নেওয়ার কারণে তারল্য সংকট দেখা দেয়।

০৪. বৈদেশিক মুদ্রার পরিমাণ কমে যাওয়া। বেশ কিছু দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে রেমিটেন্স প্রবাহ কমে গেছে । বিদেশ থেকে কর্মী ফেরত ও কর্মী না নেয়াসহ বিভিন্ন কারণে রেমিটেন্স প্রবাহ কমে গেছে। ফলে তারল্য সংকট আরও প্রকট আকার ধারণ করেছে ।

০৫. একটি বেসরকারি ব্যাংকের কারণে বাজারে প্যানিক তৈরি হয়েছে, যার ফলে তারল্য সংকটের বিষয়টি সামনে চলে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে কিছু সরকারি সংস্থা বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে এবং নিচ্ছে।

তারল্য সংকটের প্রতিকারঃ

০১. সরকারের অতিমাত্রায় ঋণ গ্রহণ বন্ধ করতে হবেঃ সরকারকে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ গ্রহণ বন্ধ করতে হবে। ফলে ব্যাংকগুলি তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। এতে তারল্য সংকট অনেক তা কমে আসবে।

০২. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণঃ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের কাজেই সরকারকে এর প্রয়োজনীয় সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে।

০৩. শেয়ার মার্কেটের লুট করা টাকা উদ্ধার করে শেয়ার মার্কেটকে সচল করাঃ সরকার মার্কেটের দোষীদের থেকে লুট করা টাকা উদ্ধার করে পুনরায় শেয়ার মার্কেটে প্রদানের মাধ্যমে পুরো মার্কেটকে সচল করা। ফলে তারল্য সংকট থেকে কিছুটা মুক্তি মিলবে।

০৪. দেশের বাহিরে টাকা পাচার বন্ধ করাঃ অনেক সময় আমাদের দেশে কিছু অসৎ দুর্নীতিবাজ ব্যক্তি দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা দেশের বাহিরে পাচার করে থাকেন। এতে বড় ধরনের একটা অঙ্ক দেশের বাহিরে পাচার হয়ে যাচ্ছে। ফলে এর প্রভাব তারল্য সংকট হয়ে পুরো দেশের উপর পড়ছে।

১৯.০৭.২০১৯
সম্পাদক
দৈনিক আশার আলো
৪০ কারওরান বাজার, ঢাকা ১২১৫

বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন।

জনাব,
আপনার বহুল প্রচলিত স্বনামধন্য ‘দৈনিক আশার আলো' পত্রিকার চিঠিপত্র কলামে প্রকাশের জন্য 'যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায়' শিরোনামে একটি চিঠি পাঠালাম। সমকালীন সমাজ প্রেক্ষাপটে চিঠিটির গুরুত্ব বিবেচনা করে অনুগ্রহ করে প্রকাশের ব্যবস্থা করলে চিরকৃতজ্ঞ থাকবো।

বিনীত
মোঃ শফিকুল ইসলাম
শিবালয়, মানিকগঞ্জ

যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা নিন

সামাজিক মূল্যবোধ (Social Values) যথা সততা, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠা, ধৈর্য্য, উদারতা, শিষ্ঠাচার, সৌজন্যবোধ, নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, নান্দনিক সৃজনশীলতা, দেশপ্রেম, কল্যাণবোধ, পারস্পরিক মমত্ববোধ ইত্যাদি নৈতিক গুণাবলি বিনষ্ট হয়ে যাওয়াকে সামাজিক অবক্ষয় বলে। নৈতিকতার অনুপস্থিতির কারণে সামাজিক অবক্ষয় দিন দিন বেড়েই চলছে। আর এই নৈতিক অধঃপতনের মূল স্থানটি হল যুব সমাজ। এই যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায়গুলি নিচে তুলে ধরা হলোঃ

০১. ধর্মীয় মূল্যবোধঃ বর্তমানে আমরা যে মোরালিটির কথা বলি তার মূল উৎস হলো ধর্ম। ধর্মের মধ্যেই জীবন আচরণের সকল আদর্শিক বিষয়গুলোর উল্লেখ রয়েছে। ধর্মকে পুরোপুরিভাবে চর্চার মাধ্যমেই জীবনে উৎকর্ষ সাধন সম্ভব। ভুল ও সঠিকের মানদণ্ড কেবল ধর্মই নির্ধারণ করতে পারে। ধর্মীয় বিধি-বিধানের মধ্যেই রয়েছে সুস্পষ্ট নির্দেশনা । তাই আজ অধঃপতিত যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে হলে ধর্মীয় অনুশাসন মেনে চলা আবশ্যক ।

০২. রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনঃ রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ যুব সমাজকে তার ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা করতে পারে। যেদেশে রাজনৈতিক অস্থিরতা, হরতাল, বিচারহীনতার সংস্কৃতি নেই, সেদেশের যুব সমাজের মধ্যে নৈতিক অধঃপতনের হার অনেক কম। কিন্তু রাজনৈতিক দেওলিয়াপনা সমগ্রজাতিকে অস্থিরতার দিকে টেনে নিয়ে যায়। আবার একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একটি দেশ যেদেশে বেকারত্ব, মূল্যস্ফীতি, জিডিপি ও অন্যান্য অর্থনৈতিক সূচকগুলো একটি সুস্থির অবস্থায় আছে, ঐসকল দেশের তরুণ সমাজের মধ্যে হতাশা কম কাজ করে। এজন্য বেকারত্ব হ্রাস করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি আনয়ন সম্ভব। ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীল পরিবেশ একটি উন্নত যুব সমাজ গঠনে সহায়ক হবে।

০৩. মাদকের নির্মূলঃ বর্তমানে যুব সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি হলো মাদক। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলে এবং মাদকের নির্মূল না করা পর্যন্ত এই যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত হতে টেনে তোলা সম্ভব নয়। সর্বগ্রাসী মাদক আজ পৌছে গিয়েছে গ্রামেও। মাদক যুব সমাজের কর্মশক্তি ও স্পৃহাকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদকের সর্বগ্রাসী ছোবলে পারিবারিক ও সামাজিক অশান্তি বেড়ে যাচ্ছে এবং জঘন্য হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে যাচ্ছে। পুলিশ ও প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবারের দায়িত্বশীল সদস্যকে এই মাদকের বিস্তার রোধে এগিয়ে আসতে হবে।

০৪. আদর্শ ব্যক্তির মর্যাদা বৃদ্ধিঃ সমাজে সম্মানী ও আদর্শবান ব্যক্তির মর্যাদা দিলে যুব সমাজ এতে খুবই অনুপ্রাণিত হয়। ভালো কাজের মর্যাদা ও তার প্রাতিষ্ঠানিক রূপ এবং মন্দ কাজের তিরস্কারের সংস্কৃতি যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া জাগায় । কাজেই সমাজে যুব সমাজকে মোটিভেট করতে এই সম্মান প্রদর্শনের সংস্কৃতি চালু করতে হবে।

০৫. অপসংস্কৃতির আগ্রাসন রোধঃ নৈতিক অবক্ষয়ের হাত থেকে এই যুব সমাজকে রক্ষা করতে চাইলে অসুস্থ সংস্কৃতির ব্যাপকতা রোধ করতে হবে। পাশাপাশি সুস্থ বিনোদন ব্যবস্থা চালু করতে হবে। আজ থেকে দশ বছর পূর্বেও হত্যাও ধর্ষণের মাত্রার এত ব্যাপকতা ছিল না। বিদেশী সংস্কৃতির আমদানি ও বিদেশী বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের প্রচলনে যুব সমাজ আজ বুদ হয়ে রয়েছে এসবে। এই সকল চ্যানেলগুলো যে সংস্কৃতির প্রকাশ ঘটায়-তা আমাদের নৈতিকতার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। যুব সমাজ এই সংস্কৃতির সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে যা খুবই বিপদের কথা। এই অসুস্থ বিনোদন ব্যবস্থা বন্ধ করে সুস্থ বিনোদন ব্যবস্থা চালু করতে হবে।

০৬.কর্মসংস্থানের ব্যবস্থাঃ যেদেশে বেকারের সংখ্যা যত বেশি সে দেশে যুব সমাজ কর্তৃক সংঘটিত অপরাধ এর সংখ্যা তত বেশি। বেকার সমস্যার সমাধান করতে পারলে অনেক লাভ। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লাভ দুটি। ১. কর্মে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জিডিপি বাড়বে। ২. কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুবসমাজকে পুনর্বাসন করে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা যাবে। কাজেই বেকারত্বের অভিশাপ হতে যুব সমাজকে মুক্তি দিয়ে আলোর পথে আহ্বান জানাতে হবে। তাহলেই কেবল নৈতিকার অবক্ষয় রোধ করা সম্ভব।

এছাড়া সমাজকল্যাণমূলক কাজের যুব সমাজকে উৎসাহিতকরণ এবং পারিবারিক ভাঙন রোধ করে যুব সমাজকে পরিবর্তন করা সম্ভব।