Bangladesh Bank || Officer (General) (24-01-2020) || 2020

All

                                                                                                                 প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
                                                                                                                            প্রধান শাখা
                                                                                                                    বনানী, ঢাকা- ১৩০৫ 
                                                                                                                টেলিফোনঃ ০২-৯৫৯৫৯৫ 
                                                                                                                  মোবাইলঃ ০১৭১১১২১২১১ 

২৪.১২.২০১৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের স্মারক নং ১৩৮.২০১৯.০৮.২০২০ তে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ব্যারে সুদের হার এক (১) অংকে নামিয়ে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি খাতে বিনিয়োগ খরা কাটাতে দীর্ঘদিন ধরে সরকারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদহার কমিয়ে ১০ শতাংশের নিচে নামিয়ে আনার কথা বলা হচ্ছে। দেশের বিনিয়োগ খাতকে ত্বরান্বিত করার জন্য ও এই খাতে অর্থের সরবরাহ বৃদ্ধি করার জন্য ঋণের বিপরীতে সুদের হার এক (১) অংকে নামিয়ে আনা ছিল একটি সময়ের দাবি। ঘনবসতিপূর্ণ ও বহুল বেকারত্ব এই দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিল্প ও কর্মসংস্থানমুখী খাতের প্রসার অত্যন্ত জরুরী। কিন্তু উচ্চ সুদ হারের কারণে এই দেশে শিল্পখাত তেমনভাবে বিকশিত হতে পারে নি। কারণ বাংলাদেশে ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি সুদের হার প্রয়োগ হয়ে আসছে। পাশাপাশি চক্রবৃদ্ধি সুদ থাকার রপ্তানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও কমে যাচ্ছে। ফলে ব্যবসায় লোকসান গুণে অনেকেই খেলাপী ঋণের চক্রে আবদ্ধ হয়ে পড়ছেন। এই অবস্থা থেকে উত্তরণে এক অংকের সরল সুদের হার কার্যকর ভূমিকা পালন করবে। আগামী জানুয়ারি ২০২০ সাল থেকে বাংলাদেশ ব্যাংকিং খাতে ঋণের সরল সুদ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে নতুন যুগে পদার্পণ করবে ব্যাংকিংখাত। এর আগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে সরল সুদ চালু থাকলেও শিল্প তথা উৎপাদনমুখী খাতে এই সুযোগ ছিলো না। 

সরলসুদ ও এক (১) অংকের সুদের হার এর সুফলঃ 

  • খেলাপী ঋণের পরিমাণ কমবে। 
  • ঋণের বোঝা কমবে। 
  • কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 
  • বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। 
  • শিল্প ও সেবাখাতের প্রসার ঘটবে। 
  • ব্যাংকিংখাতে স্থিরতা ফিরে আসবে। 
  • পুনঃ তফশিলীর পরিমাণ কমবে। 
  • রপ্তানির পরিমাণ বাড়বে। 


এজন্য, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর সকল গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়ে আনার কারণে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। একই সাথে ঋণের বোঝা কমে যাওয়ায় পূর্বের চেয়ে কম টাকা পরিশোধ করতে হবে। যা গ্রাহকদের জন্য অত্যন্ত স্বস্তিকর। এ অবস্থায় সম্মানিত সকল গ্রাহকদেরকে এই ঋণের সকল সুবিধা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে মূখ্য ভূমিকা পালন করার জন্য আহ্বান যানানো যাচ্ছে। 

ধন্যবাদান্তে 
প্রণয় তির্কী
সিনিয়র অফিসার প্রিমিয়ার ব্যাংক লিমিটেড 
প্রধান শাখা, বনানী, ঢাকা- ১৩০৫