জেনারেল মেকানিক্স বলতে কী বুঝায়? জেনারেল মেকানিক্স এর কর্মক্ষেত্র উল্লেখ করুন।
জেনারেল মেকানিক্স সপে কী কী নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়?
সূক্ষ্ম পরিমাপক যন্ত্র বলতে কী বুঝায়? পাঁচটি সূক্ষ্ম পরিমাপক যন্ত্রের নাম লিখুন।
একটি ফ্লাট ফাইলের চিত্র অংকন করে এর বিভিন্ন অংশের নাম লিখুন।
ট্যাপ সেট বলতে কী বুঝায়? ট্যাপিং ও রিমিং এর মধ্যে পার্থক্য লিখুন।
পাইপ ফিটিংস কাজে ব্যবহৃত দশটি ফিটিংস এর নাম লিখুন।
সোল্ডারিং ও ব্রেজিং এর মধ্যে পার্থক্য লিখুন।
কার্বনের হার অনুযায়ী ইস্পাতের শ্রেণিবিভাগ উল্লেখ করুন।
ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রয়োজনীয়তা লিখুন। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ ব্যবহৃত দশটি সরঞ্জাম এর নাম লিখুন।
কুল্যান্ট কাকে বলে? কুল্যান্ট ও লুব্রিক্যান্ট এর মধ্যে পার্থক্য লিখুন।
হিট ট্রিটমেন্ট কাকে বলে? টেম্পারিং ও নরমালাইজিং বলতে কী বুঝায়?
টেপার টার্নিং বলতে কী বাঝায়? টেপার টার্নিং কত প্রকার ও কী কী? কম্পাউন্ট রেস্ট পদ্ধতিতে টেপারকারীর সূত্রটি লিখুন।
ওয়েন্ডিং কাকে বলে? আর্ক ও গ্যাস ওয়েল্ডিং এর জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে হয়?
চিপিং
সায়িং
ফাইলিং
ড্রিলিং
বোরিং