নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড || উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল) (25-10-2024) || 2024

All

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ ৩৩ তম । 

দেশের প্রথম হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট সোনাগাজী, ফেনী তে অবস্থিত । 

বাংলাদেশে ২২৪টি গ্রিড সুইচিং স্টেশন আছে

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সহযোগী দেশ চীন ।

NWPGCL এর installed capacity ৩১৩১.১৩ মেগাওয়াট।

বিশ্বের উন্নত রাষ্ট্রের জোট G-8 এর একমাত্র এশীয় দেশ জাপান

নিউজিল্যান্ড দেশের নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে

জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য ১৭টি । 

প্রথম তিউনিসিয়া দেশে আরব বসন্ত শুরু হয়

বাংলাদেশের পটুয়াখালী জেলাকে "সাগরকন্যা" বলা হয়

বাংলাদেশের রাঙামাটি জেলাটির সাথে ভারত ও মায়ানমার উভয় দেশের সীমানা রয়েছে

২০২৪ সালে শান্তিতে নোবেল অর্জনকারী সংস্থাটি জাপান (Nihon Hidankyo) দেশের । 

বিশ্বকাপ ফুটবল-২০২৬ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্টে।

e-TIN ব্যবস্থা ২০১৩ সালে চালু হয়

বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল।