শব্দের মূলকে প্রকৃতি বলা হয় ।
অক্ষীর সমীপে = সমক্ষ
'অন্ধজনে দেহ আলো' 'অন্ধজনে' = সম্প্রদান কারক।
তিনি ধনী, কিন্তু কৃপণ এটি = যৌগিক বাক্য।
'বুদ্ধিজীবী' = তৎপুরুষ সমাস।
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য = সর্বনাম ও ক্রিয়া।
'সঞ্চয়' শব্দের সন্ধি বিচ্ছেদ = সম্ + চয়
‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব’ পংক্তিটির = রফিক আজাদ
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটির রচয়িতা = কাজী নজরুল ইসলাম
'জ্ঞ' - এই যুক্ত ব্যঞ্জণটিতে = 'জ' ও 'ঞ' (জ্ঞ = জ + ঞ) বর্ণ আছে
The cat is fond for milk.
The cat is fond of milk.
She is my cousin sister.
She is my cousin.
I am interested ______ music.
I am interested in music.
He is senior ______ me.
He is senior to me.
He is a good boy. (Negative)
He is not a bad boy.
We eat and live. (Simple)
We eat to live.
In a fix
In a fix মুসকিলে পতিত। He is in a fix and does not know what to do.
Blue blood
Blue blood - আভিজাত্য। He is proud of his blue blood.
তুমি কী সাঁতার কাটতে জান?
Do you know how to swim?
এখন পৌনে দু'টা।
It is a quarter to two.
দেওয়া আছে,
A = 4, B = 9, C = 16
A | E | ||
B | F | b | |
C | G | ||
D | H |
(A + H) এর মান = 4 + 81 = 85
দেওয়া আছে, আজ বুধবার এবং কবিতার পরীক্ষা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার। প্রশ্নানুযায়ী, পরের সপ্তাহে এই দিনে অর্থাৎ বৃহস্পতিবারে তার জন্মদিন, সুতরাং জন্মদিনের পরের দিন শুক্রবার।
উপরের ধারাটি হলো Fibonacci ধারা।
৩য় পদ = ২য় পদ ১ম পদ =১+১=২
৪র্থ পদ = ৩য় পদ + ২য় পদ = ২ + ১ = ৩
৫ম পদ = ৪র্থ পদ + ৩য় পদ = ৩+২ = ৫
৬ষ্ঠ পদ = ৫ম পদ + ৪র্থ পদ = ৫ + ৩ = ৮
৭ম পদ = ৬ষ্ঠ পদ + ৫ম পদ = ৮ + ৫ = ১৩
∴ ধারাটির পরবর্তী সংখ্যা ১৩। (উত্তর)
পাশের চিত্র হতে পাই,
∆ABC, ∆ABD, ∆ACD, ∆EBC, ∆EBD, ∆ECD,∆АВЕ, ∆АСЕ
∴ চিত্রে ত্রিভুজের সংখ্যা ৮টি।
উপরের চিত্র হতে দেখা যাচ্ছে যে, ৯টার সময় ঘন্টার কাটা পশ্চিম দিকে থাকলে মিনিটের কাটা উত্তর দিকে থাকবে।
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের একবাহু, a = ৪ সে.মি.
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = বর্গ একক
= বর্গ একক
= বর্গ একক
আমরা জানি, কোন রাশির নিশ্চায়কের মান শূন্য হলে রাশিটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ
⇒
⇒ k2 = 1600
∴ k = 40
অর্থাৎ, k এর মান 40 হলে রাশিটি পূর্ণবর্গ হবে।
দেওয়া আছে,
এখন, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত,
একটি সাইকেলের চাকার কেন্দ্রে উৎপন্ন কোণ ৩৬০০। সুতরাং চাকায় পাশাপাশি দুটি শলার মধ্যে উৎপন্ন কোণ ১৫° হলে, চাকাতে শলা রয়েছে = = ২৪ টি।
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো: ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১। অর্থাৎ, ২ ও ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১০ টি।
৮ আগষ্ট, ২০২৪।
রাঙ্গামাটি
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
Bangladesh Standards and Testing Institution
নিতুন কুণ্ডু
টারটারিক এসিড।
প্লাষ্টার
চুনকাম
কাটিং
ভার্নিশ
মাটি