১, ৫, ৯, ............, ৮১ ধারাটির সংখ্যাগুলোর গড় কত?
দুটি সংখ্যার গ.সা.গু ও ১৫ এবং ল.সা.গু ও ৪২০ একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার। এই ক্ষেত্রে প্রতিটি বাহু ১০% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে?
একটি মহল্লার জনসংখ্যা বৃদ্ধি হার ৫%। মহল্লার বর্তমান জনসংখ্যা ২২০৫ জন হলে এক বছর আগে জনসংখ্যা কত ছিল?
প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
যদি দুটি ত্রিভুজের দুটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয় হবে ত্রিভুজ দুটি ----- হবে।
কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে, চতুর্ভুজটি ------- হবে।
কোন ত্রিভুজের তিন বাহু বা লম্ব দ্বিখন্ডকগুলোর ছেদবিন্দুকে কি বলে?
কোন বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
2 অমূলদ সংখ্যাটির আসন্ন মান হবে-
x2+1x2 এর নিম্নোত্ত কোন মানের জন্য x3-1x3=0 হবে ?
৩.১২৫ কে ২.৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত ?
2x+3y3x+2y=56 হলে কোনটি xঃy ?
12.27x=229x+4 হলে x এর মান কত ?
একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আর করে । তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে ?
২৮° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত ?
∠ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ ।∠BAD ও ∠BCD -এর সমষ্টি কত হবে ?
x2+y2=a2 বৃত্তের পরিসীমা কত হবে ?
কোন বৃহত্তর সংখ্যা দ্বারা ২৭, ৪০, ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকেবে?
৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?