I put the camera _____ a tripod so I can take a steady picture.
It is not difficult to ______ an alarm clock.
The committee chairperson became so ______In his expression of opinions that committee members began to leave the meeting.
The teacher would understand it if you ______ it to him more slowly.
৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
৫৬টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
কোন গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
পাড়ের বিস্তারসহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ বর্গ মিটার এবং পাড়ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল ২৪০০ বর্গ মিটার। যদি পাড়ের বিস্তারসহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার?
কোন পরীক্ষায় গণিতে ৫২% ও বাংলায় ৪২% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ১৭% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে?
কোন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় ৭৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
প্রতি কেজি চালের মূল্য ৩২ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য ১১ টাকা হলে ১৬০ কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে?
একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে দুইটি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুইটিতে যথাক্রমে ৮৬৮ লিটার ও ৯৮০ লিটার দুধ রাখলেন। ১ লিটার দুধের দাম ৩৫ টাকা হলে দুইটি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে?
কোন স্কুলের ছাত্রসংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
একটি বাঁশের ০.১৫ অংশ কাদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
২.৫ মিটার বর্গাকার একটি খোলা চৌবাচ্চায় ২৮,৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড় দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?
Find the odd word
আট বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের আটগুণ ছিল। দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দুইগুণ হবে। দশ বছর পরে পুত্রের বয়স কত বছর?
একটি প্লেনে যাত্রী সংখ্যা ৪৭। ইকোনমি ক্লাসের ভাড়া মাথা পিছু ৩০০০ টাকা, যা বিজনেস ক্লাসের ভাড়ার অর্ধেক। মোট ভাড়া ১৬৮০০০ টাকা হলে, বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা কত?
১২০টি ২৫ পয়সা ও ১০ পয়সার কয়েন একসাথে ২৭ টাকা হলে, ১০ পয়সার কয়েন কতটি?
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২২১ বর্গমিটার ও পরিসীমা ৬০ মিটার হলে তার দৈর্ঘ্য কত মিটার?
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে 'সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে'?
জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি?
'ভোমরা' স্থলবন্দর টি কোথায় অবস্থিত?
যশোর
দিনাজপুর
সিলেট
সাতক্ষীরা
কোনটিই নয়
These flowers are not _____ to Bangladesh because these are not found here.
৮৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৮:৯। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশী পাবে?
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়?
সিলেট জেলার হরিপুরে নিচের কোন খনিজটি পাওয়া যায়?
কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
বাংলাদেশে মাতৃপ্রধান উপজাতি কারা?
বিশ্বের গভীরতম হ্রদের নাম কি?
আন্তর্জাতিক সালিশী আদালত কোথায় অবস্থিত?
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর আন্তর্জাতিক বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করা হয় কোন তারিখে?
পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল কোনটি?
নিচের কোনটি সাবান তৈরির সময় উপজাত হিসাবে পাওয়া যায়?
পৃথিবী তৈরির প্রধান উপাদান কোনটি?
নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস?
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত?
নিচের কোন শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়?
বহুরূপী মৌল কোনটি?
কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি?
He played fool in spending too much money. (Identify the missing word from the given choices)
He run fast lest he miss the train. (Identify the missing word from the given choices)
The boy resembles his father. (Identify the missing word from the given choices)
To
at
For
Of
No, word is missing
Never look down the poor. (Identify the missing word from the given choices)
Commit this poem memory. (Identify the missing word from the given choices)
সন্ধি বিচ্ছেদ করুনঃ 'সংগীত'।
কোনটি ক্রমবাচক শব্দ?
অপমান শব্দে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
'কোথায় থাকা হয়?'- এটি কোন বাচ্যের উদাহরণ?
তাপ'- শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
Identify the correct spelling
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
'জ্ঞ' যুক্তবর্ণ কিভাবে গঠিত?
'হাতে হাতে ফল পাওয়া' বাক্যাংশে 'হাতে হাতে' হলো-
শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
কোন জাতীয় শব্দে ‘ষ’ এর ব্যবহার হয় না?
ধাতু বা শব্দের শেষ প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
'অয়োময়' শব্দের অর্থ কি?
নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?