একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয় গুণের সমান হয়। সংখ্যাটি কত?
১ বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
এক ব্যক্তি ঘণ্টায় ৫ কিঃমিঃ বেগে কোন স্থানে গেল এবং ঘণ্টায় ৩ কিঃমিঃ বেগে ফিরে আসলে যাতায়াতের গতির গড় কত?
x+y=2,x2+y2=4 হলেx3+y3 কত?
একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ ও ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে, শতকরা বার্ষিক সুদের হার কত?
একটি দানবাক্সে ৫০ পয়সা ও ২৫ পয়সার মোট ১০০টি মুদ্রা পাওয়া গেল। যদি বাক্সে ৪৫ টাকা জমা হয়ে থাকে তাহলে কোন প্রকারের মুদ্রা কতটি?
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির 16 মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল ৯১, শেষ দুইটির গুণফল ১৪৩ হলে, সংখ্যা তিনটি কত?
ক,খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে গ এর কত টাকা লাভ পাবে?
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। উহার ক্রয়মূল্য কত?
একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৭৫ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটারে ২.০০ টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে?
দুটি রাশির অনুপাত ৪ : ৭ । পূর্বরাশি ১৬ হলে, উত্তর রাশিটি কত?
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
x + y = 5 এবং x - y = 3 হলে, xy এর মান কত?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1,600 বর্গমিটার। এর পরিসীমা কত?
0.4×0.02×0.08= কত?
x2-4x+3=0 হয়, তবে(x-2)2 এর মান কত?
১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
কোন বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?