নিচের কোনটি ৪৮ঃ৬০ এর শতকরা প্রকাশ?
আবু ব্যাংকে ৯,০০০ টাকা রেখে ২ বছরে ১,৮০০ টাকা সুদ পেল। বার্ষিক সুদের হার কত ছিলো?
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?
২০০০ সালে ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাত ছিল ০.৬৫সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমান কত?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে?
একটি মইয়ের একপ্রান্তে ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌছায়। অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মইয়ের দৈর্ঘ্য কত?
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্র ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশী ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ।বইটির মূল্য কত?
৪৯টাকা
৪৬টাকা
৫০টাকা
৪০টাকা
কোনটিই নয়
টাকায় ১২টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?
শতকরা বার্ষিক ৬টাকা হারে সুদে ৯৫০ টাকার ৮বছরে যত সুদ হয়, বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯বছরের তত সুদ হবে?
একটি স্কুলে মোট ৫৪০ জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে ১৭ জন অনুপস্থিত ছিলো। ঐদিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিলো?
আজাদ সাহেবের মাসিক বেতন ১৫,০০০টাকা। একবছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল। বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত?
৮ জন লোক একটি কাজ ৬ দিনে করতে পারে। ৩দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয়মূল্যের উপর ১২% হারে কর দিতে হয়। যে টেলিভিশনের বিক্রয়মূল্য ১৯,৪০০ টাকা, তার জন্য তার কত টাকা করদিতে হবে?
আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে, ৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রি করা হলো। পুতুলটির ক্রয়মূল্য কত?
কোন সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুইটির অনুপাত কত?
একজন ক্রিকেটর ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
কোন শ্রেণীর ১০ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। এর মধ্যে ৯ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে ১০ম ছাত্রের উচ্চতা কত?
রহিমের আয়ের দ্বিগুনের সাথে ১১০ টাকা যোগ করলে ৭,০০০ টাকা হয়। রহিমের আয় কত?
x টাকা x% সরল সুদে ৪ বছরের সুদ x টাকা হলে x=?