কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ?
০,১,২ও ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
কতগুলো ঘণ্টা এক সাথে বাজার পর ১০, ১৫, ২০ এরং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবাদ ব্যয় বৃ্দ্ধি পাবে না?
১০০ টাকায় ২৫ টি লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০ টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান ?
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
x +2y = 4 এবং x/y =2 হয়, তবে x=?
3°=?
ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর __-
দুুটি সংখ্যার সমষ্টি ৪৫ এবং উহাদের মধ্য সমানুপাতিক ১৮। সংখ্যা দুটি কত?
2m+1-2m=?
x:y = 3:4 হয়, তবে 3y -x : 2x + y =?
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
১০ থেকে ৬০ পর্যন্ত সে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?