একটি সমদ্বিবাহু ত্রিভুজের ১৬মিটার ্েবেং অপর ২টি বাহুর প্রতিটি ১০ মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার ?
৩৬০০ টাকা দামে ২টি চেয়ার বিক্রয় করা হলো। একটি ২০% লাভে ও অপরটি ২০ ক্ষতিতে বিক্রয় করলে কত টাকা ক্ষতি হয়েছে?
সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
২/৫ এবং ৫/৯ এর ল. সা.গু কত?
একটি বইয়ের মূল্য ২৪ টাকা যা প্রকৃত মূল্যের ৮০% । বাকী মূল্য সরকার কর্তৃক ভূর্তকি দিলে তার পরিমাণ কত?
৬১৪ হার সুদে কত সময়ে (বছরে) ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
৫ বছর পূর্বে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল ৩:১ এবং ১৫ বছল পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২:১ । পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত?
২৮৯
একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টা সম্পূর্ণ হয় আবার পাইপ দিয়ে ভর্তি হতে ৩ ঘন্টা লাগে। ২টি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চার ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?
একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মি.। ২৫০ মি লম্বা একটি ট্রেনকে প্লাটফর্ম অতিক্রম করতে নূন্যতম কত দূরত্ব অতিক্রম করতে হবে?
a+b=4; a-b=2 হলে a2+b2=?
7p2-p-8 এর একটি উৎপাদক (P+1) হলে অপরটি
মাতার ৩০ বছর কন্যার জন্ম হয়। মাতার কত বছল বয়সে মাতা কন্যার বয়সের দ্বিগুণ হবে?
কোন স্থানে যত লোক প্রত্যেক তত ৫ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। ঐ স্থানে লোক সংখ্যা কত?
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বেলা হয়?
সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে?
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন । প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘাস লাগাতে ১৮২২.৫০ টাকা খরচ হলে মাঠের প্রস্থ কত মিটার
১+২+৩+৪+..........+২০ = কত?
২০০২ সংখ্যাটি কোন সংখ্যাগুলোর ল.সা.গু নহে?