বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা নাম কি?
বাংলা সাহিত্যের আদি নির্দশন কোনটি?
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে?
”নকশী কাঁথার মাঠ” এর রচয়িতা কে?
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
এক কথায় প্রকাশ করুন : “যা অবশ্যই ঘটবে”-
এক কথায় প্রকাশ করুন : “যার চক্ষু লজ্জা নেই”-
এক কথায় প্রকাশ করুন : “কোথাও উন্নত কোথাও অবনত”-
বাগধারার অর্থ নির্ণয় করুন : “বক ধার্মীক”-
বাগধারার অর্থ নির্ণয় করুন : ”কানকাটা”-
বাগধারার অর্থ নির্ণয় করুন : ”ইতর বিশেষ”-
নিচের কোন বানাটি শুদ্ধ?
”চাঁদ”- এর সমর্থক শব্দ কোনটি?
”আকাশ”- এর সমর্থক শব্দ কোনটি ?
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
”উদ্ধত” এর বিপরীত শব্দ কোনটি?
”সে বলতে চায় তথাপি বলে না”- এটি কোন শ্রেণীর বাক্য?
নিচের কোনটি একটি স্বরবর্ণ?
কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়?
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত ?
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয় ?
“বাকল্যান্ড বাঁধ” কোন নদীর তীরে অবস্থিত?
BARD কোন জেলায় অবস্থিত?
মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অর্ন্তভুক্ত ছিল ?
নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্র ভাষা বাংলা?
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে ?
নিচের কোনটি এইডস রোগের ভাইরাস?
কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা ?
নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস?
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয়?
কোনটির গতি সবচেয়ে বেশি?
কোন ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?
কোন ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন?
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
নিচের কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না?
কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ?
কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত?
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জন নারী কে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়?
বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
বাংলাদেশের কোন শহর কে বাণিজ্যিক রাজধানী বলা হয়?
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
কোন বাংলাদেশী প্রথম এভারেষ্ট জয় করেন?
বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে?
সম্প্রতি বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
বাংলাদেশে বৃহত্তম স্থল বন্দর কোনটি?
What is the superlative degree of "Bad"?
What is the past participle form of the verb "come"?
Which of the following is the plural form of "Tooth"?
What is the antonym of "High"?
It ______ last night. (Fill in the gaps)
If you make delay, you _____ the train. (Fill in the gaps)
No man can _____ alone. (Fill in the gaps)
______ are you doing? (Fill in the gaps)
________ earth moves round the sun. (Fill in the gaps)
শক্তিশালী (Word Meaning)
রহস্যময় (Word Meaning)
নিষিদ্ধ (Word Meaning)
শিক্ষিত (Word Meaning)
পর্যাপ্ত (Word Meaning)
Identification of correct spelling
৩,৯,২৭ ....... ধারার পরের সংখ্যাটি কত?
কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
৩ টি সংখ্যার গুণফল ২১৬ । দুইটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?
একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয় । ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে?
একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
৩৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৩ঃ৪ দ্রবণে কত লিটার সিরাপ আছে?
a2-4a+3=0 , a=?
x এর মান কত হলে (3 +x)3+(x+3)=0 হবে?
৯.৫ % হার সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?
৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
৩টি সংখ্যার গড় ৩৩ । দুইটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?
৪০,৬০ এবং ৮৮ এর গ. সা. গু কত?
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ার একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
নিচের কোনটি ভিটামিন “সি” সমৃদ্ধ খাদ্য?
নিচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার?
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপদানটি লাভ করে?
নিচের কোনটি কম্পিউটারের ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্র রূপে ব্যবহৃত হয়?
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়?
Which of the following is a noun?