বাঙালী জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি?
শীতের সঞ্চয় চাই। ‘সঞ্চয়' শব্দের যুক্ত বর্ণ?
বাক্যের কোন যতিচিহ্নে থামার প্রয়োজন নেই?
শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
‘উপশহর' কোন সমাস?
‘পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
‘মুষলধারে বৃষ্টি পড়ছে'- বাক্যে 'বৃষ্টি' কোন কারকে কোন বিভক্তি?
মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কোন বাক্যের উদাহরণ?
‘আকাশ' শব্দের প্রতিশব্দ কোনটি?
‘কোন ভাবেই যা নিবারণ করা যায় না।' এক কথায় প্রকাশ কোনটি?
‘তামার বিষ' বাগধারার অর্থ কী?
নীচের কোনটি পারিভাষিক শব্দ?
‘অনু’ এবং ‘অণু' এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
‘আবির্ভাব' শব্দের বিপরীত শব্দ কোনটি?
শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
প্রত্যক্ষ উক্তিতে ব্যবহৃত ‘গতকল্য' শব্দটির পরোক্ষ উক্তিতে কি পরিবর্তন হবে?
‘বিদ্ধান সকলের দ্বারা সমাদৃত হন।' একে কোন বাচ্য বলে?
ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয়ভাবে ভাগ করা হয়?
নিচের কোন বানানটি সঠিক নয়?