দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির কত গুণ?
দুটো সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কত?
একটি কলম ২৫ টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, ৩৫ টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, উহার ক্রয়মূল্য কত?
কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার ও প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত?
কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। লোক সংখ্যা কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮৪ বছর। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ ছিল। ১০ বছর পর এ অনুপাত কত হবে?
a-[a-{a-(a-1)}] এর মান কত?
5+8+11+14+.......... ধারার কোন পদ 302?
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ?
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হবে-
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি হরে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
৪÷০.১২৫= কত ?
ভগ্নাশংগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড় ?
নিচের কোনটি অমুলদ সংখ্যা ?
x+1x=3 হলে, x3+1x3 এর মান কত ?
log26+log223= কত ?
যদি a,b বাস্তব সংখ্যা এবং a≠0,b≠0 হয়, তবে a2b°+b2a° -এর মান
xy+yx=3 হলে, x2y2+y2x2 এর মান কত ?
যদি (125)2x+3=53x+6 হয়, তবে x= কত ?
log381= কত ?
সূর্যের উন্নতি কোণ 60° হলে, একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয় । গাছটির উচ্চতা কত? ।
কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত % কম?
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমালো?