একটি সামন্ত্রিক আকৃতির মাঠের এক পাশের দৈর্ঘ্য ২১ মিটার ও তার বিপরীত পাশের সাথে লম্বালম্বি দূরত্ব ৩৬মিটার। মাঠের রক্ষনাবেক্ষ্ণের খরচ মাসে প্রতি বর্গমিটারে ১.২৫টাকা হলে এক মাসে মোট খরচ কত?
সেলিম ৪% সরল সুদে ব্যাংকের ১০,০০০ টাকা বিনিয়োগ করে। আর কত টাকা ৭% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর ৫% হারে সরল সুদ পাবে?
১৩ সেঃমিঃ ব্যসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ৫ সেঃমিঃ হলে জ্যা-টির দৈর্ঘ্য কত সেঃমিঃ?
তিন অঙ্কের ক্ষুদ্রত্তম মৌলিক সংখ্যা কোনটি?
একটি কামরার মেঝে কার্পেট দিয়ে মুড়তে ৭২০টাকা খরচ হয়। কামরাটির প্রস্থ ৬ মিটার কম হলে ৫৭৬ টাকা খরচ হয়। কামরাটির প্রস্থ কত মিটার ?
যদি a,b,c এবং d এর গড় একটি বেজোড় পূর্ণসংখ্যা হয়, নিচের কোনটি a+b+c+d এর মান হতে পারে?
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার ও ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু ____ সেন্টিমিটার হতে পারে না।
যদি xw হয়, তবে নিচের কোনটি আবশ্যক সঠিক?
একটি শ্রেনীর ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৩ঃ৪। ঐ শ্রেনীতে মোট ৩৫ জন ছাত্রছাত্রী থাকলে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা কত বেশি?
x বছর পর রাজুর বয়স হবে y বছর। z বছর পর তার বয়স কত হবে?
x+y+z
x-y+z
y-x+z
x+z
কোনটিই নয়
একটি বই ২৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয় মূল্য ৭২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
৫০০
৫২০
৫৩০
৫৪০
জাকির প্রথম ২ঘন্টায় ৮০ মাইল/ঘন্টা বেগে ভ্রমন করল এবং পরবর্তী ৩ ঘন্টায় ১৪০ মাইল অতিক্রম করল। পুরো ভ্রমনপথে জাকির গড়ে কত কিলোমিটার বেগে ভ্রমন করল?
৬০ কি.মি./ঘন্টা
৯৬.৬কি.মি./ঘন্টা
৮০কি.মি./ঘন্টা
১০০কি.মি./ঘন্টা
নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় ১৮ কিলোমিটার ও ৬ কিলোমিটার । নদী পথে ১৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫২। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ ১৪ হলে সংখ্যা দুইটি কত?
নিচের কে পরিশ্রমী এবং সৎ কোনোটিই নয়, কিন্তু উচ্চভিলাসী?
নিচের কে পরিশ্রমী এবং উচ্চভিলাসী কোনটিই নয়?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ৭ঃ২ ছিল। ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
ডাক্তার সুমনকে ১৫ টি ক্যাপসুল দিয়ে বললেন আধা ঘন্টা পরপর সেবন করতে।ক্যাপসুল্গুলো শেষ হতে কতক্ষন সময় লাগবে?