a + b = 7 এবং a2 + b2 = 25 হলে ab এর মান কোনটি?
3x3 + 2x2 -21x - 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে?
১২ + ২২ + ৩২ + --- --- + ৫০ = কত?
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে-
48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উচুতে ভেঙ্গেছিল।
x + y = 7 এবং xy = 10 হলে (x - y)2 এর মান কত?
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
বার্ষিক ৪ ১/২ % সরল সুদে কত টাকা বিনিয়ােগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?
১.১, .০১ ও .০০১১ এর সমষ্টি কত?
x2 - 8x - ৪y + 16 + y2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
1+2+3+ --- --- --- +99 = কত?
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?