ছয়টি পর পর পূর্ণসংখ্যা দেয়া আছে। প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। ক্ষেত্রফল-
একটি ব্যাগে ৭২ টি সবুজ এবং ১০৮ টি লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলো , যাতে প্রতি প্যাকেটে সব সবুজ অথবা সব লাল মার্বেল থাকে। প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল থাকতে পারে?
একটি পেট্রেল ট্যাঙ্কের ৩/৪ অংশ খালি করে ৫টি ট্রাক পূর্ণ করা হলো, যাদের প্রত্যেকে সমপরিমাণ পেট্রোল ধারণ করে। প্রত্যেক ট্রাকের ধারণ ক্ষমতা পূর্ণ ট্যাঙ্কের কত অংশ ?
পাঁচ ফুট দীর্ঘ একটি তারকে এমনভাবে দুভাগে ভাগ করা হলো যেন এক অংশ অন্য অংশের ২/৩ হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?
একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B -তে পৌঁছায় । দুটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল?
৬ ফুট দীর্ঘ একটি বাশেঁর ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমরে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
৩০০ কিলোমিটার দূরত্বকে মাইলে প্রকাশ করলে হয়-
সূক্ষ্ম সময় মাপার যন্ত্রকে বলা হয়-
যদি y = 3x/6x হয় , তবে x - এর কোন মানের জন্য y ধনাত্মক হবে?