জাতিসংঘের 'মানবাধিকার কমিশন' গঠিত হয়-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়-
ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছির-
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসংখ্যা -
পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন-
১৯৯৭ সালের শিক্ষা কমিশনের চেয়ারম্যান-
বাংলাদেশে উপজাতি গোষ্ঠীর সংখ্যা-
বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ -
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল-
জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়-
সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।
বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল?
ping pong Diplomacy -র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট?
কোনটি স্থলবেষ্টিত দেশ নয়?
মার্কসবাদ প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
মৌলিক চাহিদা ধারণাটি কে উদ্ভাবন করেন?
হেলসিংকি ঘোষণা পত্র কোন সালে স্বাক্ষরিত হয়?
এ বছর (২০০১) অল ইংল্যান্ড ব্যাডমিন্টন শিরোপা কে লাভ করেন?
ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
জাতসিংঘের সনদ কোথায় স্বক্ষরিত হয়?
দীন -ই-ইলাহী প্রবর্তক করেন-
সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি কি বিষয় সম্পর্কিত?
প্রাচীনকালে এ দেশের নাম ছিল -
ভারতীয় ক্রিকেট খোলেয়াড় ভিভি এস লক্ষ্মণ কোন শহরে বসবাস করেন?
কোনটি স্থুলবেষ্টিত দেশ নয়?
স্নায়ুযুদ্ধোত্তর বিশ্বে সভ্যতার সংঘাত হবে বলে কে মত প্রকাশ করেন?
প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ কোন আন্তর্জতিক চুক্তিটি অনুসমর্থন করতে অস্বীকার করেন?
সম্রাট নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেয়া হয়?
পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল?
শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল-
বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী-
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?