একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তার্যের দেড়গুণ, এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মি. হলে পরিসীমা কত?
কত জন বালকের মধ্যে ১২৫টি আম ও ১৪৫টি লিচু সমান ভাভে ভাগ করে দেয়া যায়?
১ হতে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
log381 = কত?
০.০৩, ০.১২, ০.৪৮, ........ ধারাটির পঞ্চম পদ কোনটি?
১ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩, ক্ষুদ্রতম দুইটি সংখ্যার গুণফল কত?
জাকির জসিমের চেয়ে যত বছরের ছোট, বশির থেকে ঠিক তত বছরের বড়। জসিম ও বশিরের বয়সের সমষ্টি ৫৬ বছর হলে জাকিরের বয়স কত?
একটি ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি কত?
একজন ব্যক্তি তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% পুত্রকে ও অবশিষ্ট ৪,৮০,০০০ টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত?
একটি চাকার ব্যাস ১.৬৭ মিটার, ৪২ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩, ১৪, ১৫ মিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর যংযোজক রেখাংশকে কি বলা হয়?
ABCD সামান্তরিকের B কোণ ১০০ ডিগ্রী হলে C কোণের মান কত?
পড় পড় ১০টি সংখ্যার প্রথম ৫টি সংখ্যার যোগফল ৫৬০ হলে শেষ ৫টি সংখ্যার যোগফল কত?
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
১ ফুট = কত সেন্টিমিটার
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়কে কি বলে?
১, ৪, ৭, ১০, .............., ধারার ২৯তম পদটি কত?