একটি চৌবাচ্চা ১৯২০০ লিটার পা ধরে। এর গভীরতা ২,৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে, দৈর্ঘ্য কত?
১০ বছর পূর্বে পিতা- পুত্রের বয়সের অনুপাত ছিল ৪:১ । ১০ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ২:১। তাদের বর্তমান বয়স কত?
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম ?
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগ বচরে তা ৮২৬ টাকা হবে?
একটি বাইসাকেলের মূল্য ১০, ০০০ টাকা। উহা ১০% বাট্টার ক্রয় করা হলো। তিনমাস ব্যবহারের পর ক্রয়মূল্যর উপর ১৫% বাট্টায় বিক্রি করলে বিক্রয়মূল্য কত ছিল?
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। অপর এক নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে ৯৬ মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি ও প্রস্থ ১৮ সে.মি বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি হলে, বইটির আয়তন কত?
একটি খাতা ৩৬ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৭২ টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতটি ক্রয়মূল্য কত?
৪৫ টাকা
৪৪ টাকা
৪২ টাকা
৪৮ টাকা
দুটি সংখ্যার ল.সাগু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যা দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?
এক নটিক্যাল মাইলে কত মিটার?
a-1a=3 হলে a3-1a3 এর মান কত?
x2-5x+1=0 হলে x2-1x2 এর মান কত?
একটি প্রকৃত ভগ্নাংশের হর, অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৪০ বেশি । ভগ্নাংশ কত?
a ও b দুটি ধনাত্মক সংখ্যা এবং abx=a হলে xb = কত?
x+3=x+3 হলে x = কত?
একটি সরলরেখার উপর অঙ্কিত উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক- চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ?
একটি গাড়ী চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরলে ১.৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
log28= কত?
4x-1=32 হলে x =?
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?