নিম্নলিখিত যৌগগুলির কোনটিতে কার্বন-কার্বন ত্রিবন্ধন থাকতে পারে?
এসিটিলিন (ইথাইন) অণুতে কার্বন-কার্বন ত্রিবন্ধন যে বন্ধনসমূহ রয়েছে -
IUPAC পদ্ধতি অনুযায়ী নিম্নের যৌগটির নাম -
নিচের বিক্রিয়ার উৎপাদ HCHO + CH3MgBr→H2O
পরীক্ষাগারে C6H5-O-CO-C6H6 তৈরির জন্যে নিচের কোন বিকারক সেটটি ব্যবহৃত হয়?
নিম্নের যৌগগুলির কোনটিতে সমযোজী বন্ধন নেই?
কোন মৌল জোড়া পর্যায় সারণীর - একই পিরিয়ড শ্রেণীভুক্ত?
|Ar| 3d84s2 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটি একটি -
নিম্নলিখিত কোন আয়নটিতে পাঁচটি বিজোড় d ইলেকট্রন রয়েছে?
CuSO4 দ্রবণে অতিরিক্ত NH3(aq) যোগ করা হলে যে আয়নটি উৎপন্ন হয়ে দ্রবণকে গাঢ় নীলবর্ণ প্রদান করে তার সংকেত -
চারটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেয়া হল। কোনটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ ?
নিম্নের কোন মৌলটির ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না এবং পানিতে দ্রবীভূত হয় না?
I2 দ্বারা জারণের ফলে 2S2O32- আয়ন নিচের কোনটিতে পরিণত হয়?
নিচের কোনটি উভধর্মী অক্সাইড
6.0 M ঘনমাত্রার কোন দ্রবণে কত লিটার পানি যোগ করা হলে দ্রবণের ঘনমাত্রা 2.0 M হবে?
25°C তাপমাত্রায় BaSO4 এর সম্পৃক্ত দ্রবণে Ba2+ এর ঘনমাত্রা 4.0 × 10-5 mol-1 । ঐ তাপমাত্রায় BaSO4 এর দ্রাব্যতা গুণফল Ksp -এর মান mol2L-2 এককে-
10.0 Kg হিলিয়াম দ্বারা 288 K তাপমাত্রায় একটি বেলুনকে ফুলিয়ে বেলুনের মধ্যে গ্যাসের চাপ 1. 50 atm করা হল। বেলুনটির আয়তন -
নিম্নের কোন বিক্রিয়াটির Kp ও Kc এর মান সমান ?
A→P প্রথম ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোন লেখায়ন দ্বারা একটি মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে ?
নিম্নের জারণ-বিক্রিয়ার যে গ্যালভানিক কোষে স্বতঃস্ফূর্তভাবে ঘটে তার সঠিক সাংকেতিক প্রতীক - Zn(s) + 2H+(aq) →Zn2+(aq) +H2(1 atm)
বাতাসে CO2 এর ঘনমাত্রা ০.০৩৬% (আয়তন শতাংশ) এই মান ppm এককে -
0.05 mol L-1 ঘনমাত্রা 10 mL অক্সালিক এসিড দ্রবণকে প্রশমিত করার জন্য 0.05mol L-1 ঘনমাত্রার যে আয়তন NaHCO3 দ্রবণ প্রয়োজন তা হল -
নিচের কোন বস্তুর জন্য একই আয়তনের পাত্রে একই তাপমাত্রায় চাপ সর্বোচ্চ হবে?
লুকাস বিকারক কোনটির সাথে বিক্রিয়া করে না?
নিম্নলিখিত যৌগসমূহের মধ্যে কোনটি সবচেয়ে শক্তিশালী অম্লীয়?
নিম্নলিখিত বিক্রিয়ার জন্য কোন বিকারক প্রয়োজন?
ওজনের স্তরের ধ্বংসের জন্য কোনটি দায়ী-
কে নিউট্রন আবিষ্কার করেন?
এসিটোন বিজারিত হয়ে নিচের কোনটি উৎপন্ন করে ?
যদি কোন দ্রবণের pH- এর মান 2 থেকে 5 - এ পরিবর্তন করা হয় তবে দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা কত গুণ কমবে ?
নিচের বিক্রিয়াটির প্রধান উৎপাদ কি?