মনে করেন প্রতি বাসস্টপেজ বাস থেকে অর্ধেক বাসযাত্রী নামে এবং অতিরিক্ত কোনো বাস যাত্রী উঠে না। যদি চতুর্থ বাসস্টপেজ শেষ বাসযাত্রী পূর্বর্ব্তী বাস যাত্রী বাস থেকে নামে, তাহলে বাসে কতজন যাত্রী কত ছাত্রী ছিল?
২ক2+৩৫০=১২ক+৩৪০ ক= কত?
প্রতিটি কার্টুনে সমান সংখ্যক দিয়াশলাই দ্বারা ২৪টি কাটৃুন ভর্তি করা যায়। প্রতিটি কার্টুনে যদি ৪টি দিয়াশলাই কম দেয়া হয় তবে ২৮টি কার্টনে সমান সংখ্যক দিয়াশলাইয়ের সংকুলান হয়। দিয়াশরাইয়ের মোট সংখ্যা কত?
যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সে.মি এবং পরিসীমা ২৪ সেমি হয় তবে এর প্রস্থ কত সে.মি
৩x-২y=৮ এবং ২x+৫y=-১ হলে, x =কত?
টাকায় ৪টি ও টাকায় ৬টি দরে সমান সংখ্যক লেবু কিনে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে?
৬০ লিটার কেরোসিন ও পে্রেটালের মিশ্রনের অনুপাত ৭:৩ । ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল মিরালে অনুপাত ৩:৭ হবে?
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র করে ছাত্র বসলে ৩ খানা ও বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
a=২ হলে, ২a3 -৩a2 এর মান কত?
একটি নতুন মেশিনের মূল্য ১,২০,০০০ টাকা । প্রথম বছর পর তার মূল্য আরও ২০% হ্রাস পেল, দ্বিতীয় বছল পর তার মূল্যেআরও ১০% হ্রাস পেল্ দ্বিতীয় বছল পর মেমিনটির মূল্য কত হলো?
একজন মাঝি স্রোতের অনূকুৃলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থঅনে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?৫/৬
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের ৫/৬ ভাগ। যদি আয়তক্ষেত্রটির পরিসীমা ১৩২ মিটার হয় তবে তার আয়তন কত?
একটি গ্রামের ৪০% লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং ২৫% লোক উচ্চ রক্তচাপে আক্রান্ত। যদি ১০% লোক রোগের কোনোটিতেই আক্রান্ত নয়?
যদি ৬-৪x ≤১৪ হয়, তাহলে, x এর মান কত?
একটি বিলের উপর ৬% বাট্রা দেয়ার পর তা হল ২৮২ টাকা। মূল বিলের পরিমাণ কত ছিল?
একটি শেয়ারের দাম গতকালকে ২০% কমেছে এবং আজকে তা বেড়েছে ৩০% । মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত?
শহর ‘ক’ এর ৬ মাইল পূর্বে শহর ‘খ’ অবস্থিত। শহর ‘খ ’ এর মাইল উত্তরে ‘গ’ অবস্থিত । শহর ‘গ’ এর ১২ মাইল পূর্বে শহর ‘ঘ’ অবস্থিত এবং মহর ‘ঘ’ এর ১৬ মাইল উত্তরে শহর ‘ঙ’ অবস্থিত । শহর ‘ক’ তেকে ‘ঙ‘ এর দূরত্ব কত?
রহিম ৩ বছরের জন্য ৪০০ টাকা এবং ৫ বছরের জন্য ৬০০ টাকা ধার করে মোট ১৬৮ টাকা সুদ ধিল। উভয় ক্ষেত্রে হার সমান হলে সুদরে হার কত ছিল?
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরে চারিদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
একটি DVD এর দামের উপর ১০% বাট্টা দেয়া হয় এবং পরবর্তী হ্রাসকৃত দামের উপর পুরনায় ১০% বাট্টা দেয়া হয়। মূল দামের উপর মোট বাট্টার পরিামাণ হলো: