(2x + 1) এর বর্গ কত?
a : b = 2 : 3 এবং b : c = 6 : 7 হয়, তবে a : c = কত?
2x2-x-15 এর উৎপাদক হচ্ছে-
একটি বইয়ের মূল্য ২৪.০০ টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
শাহিন ২৪০ টাকায় কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
1,2,3,6,9,18, (….), 54. What is the missing number in the series?
15a3b2c3 ও 12a4bc4 এর গ.সা.গু হবে-
একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল (Surface) থাকে?
সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে ১৫° কোণ হলে, চাকাতে কয়টি শলা রয়েছে?
দুটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে?
xy = 240 হলে কোনটি y এর মান হতে পারে না?
২ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের ৩ গুণ হলে পুত্রের বয়স কত?
১ নটিক্যাল মাইল = কত কিলোমিটার?
x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = কত?
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কত দিন লাগবে?
কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ৬০ হবে। সংখ্যাটি কত?
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা?
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে?
একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোগ রেখাকে বলে?