সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমকে কী বলে?
'প্রজন্ম' শব্দের যথাযথ উচ্চারণ-
'ইস্পাত' শব্দটি কোন ভাষার?
বিভক্তিহীন নামশব্দকে বলে-
'বিদ্যুতে আলো হয়' । এ বাক্যে 'বিদ্যুতে' শব্দটি কোন কারকের দৃষ্টান্ত ?
'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারার প্রকৃত অর্থ -
কোনটি তদ্ভব শব্দ?
'উপলখণ্ড' বলতে বোঝায়-
'Petrology' শব্দের বাংলা পরিভাষা -
'ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে' পঙক্তিটি কোন কবিতার অন্তর্গত?
'কুবের বাই ছাড়ান দাও।' পদ্মানদীর মাঝি' উপন্যাসে উক্তিটি কার ?
'স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে' "বঙ্গভাষা" কবিতায় এ পঙক্তির ঠিক পরের পঙক্তি কোনটি?
'এই শিবিরে তোমার আমার মাঝখানে আমার পিতার লাশ শুয়ে আছে।' 'রক্তাক্ত প্রান্তর' নাটকে এ উক্তিটি কার?
'এই প্রভাবে সারা পৃথিবীর আবহাওয়ায় বড় রকম ওলট-পালটে ঘটে'। 'দুর্যোগপ্রবণ পৃথিবী : বাংলাদেশ ও বিশ্ব'প্রবন্ধে কিসের প্রভাবের কথা বলা হয়েছে?
'প্রভুর মন জুগিয়ে চলার শিল্প সে বেশ রপ্ত করেছিল। ' উক্তিটি কার সম্পর্কে করা হয়েছে?
'অর্ধাঙ্গী' প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার নাম আছে। কবিতাটির নাম -
'মন উঁচুতে ও উঠতে চায়, নীচুতেও নামতে চায়।' এ বাক্যটি কোন রচনায় আছে?
'আনন্দের ধর্ম এই এয তা সংক্রামক ।' কোন রচনার ?
'কুশপুত্তলি' শব্দের আভিধানিক অর্থ-
উপসর্গযুক্ত শব্দ কোনটি?
'পঙ্কিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
কোনটি শুদ্ধ বানান?
'ঠোঁট ও নাকের' ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় -
'আমি তার উদ্ধতপূর্ণ আচরণে ব্যাথিত হইয়াছি ।' সাধু ভাষার এ বাক্যে মোট কয়টি ভুল আছে?
'কথোপকথন' শব্দটি কী রীতিতে গঠিত?