একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে 2×10-9 C, 4×10-9 C, 8×10-9 C চার্জ স্থাপন করা হল । এর চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে ?
একটি ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর পাক সংখ্যা 50 এবং ভোল্টেজ 200V । গৌণ কুন্ডলীর পাক সংখ্যা 100 হলে, ভোল্টেজ কত ?
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 12 cm । দর্পণ হতে 4cm দূরে একটি বস্তু রাখা হল। প্রতিবিম্বের অবস্থান কত দূরে হবে ?
একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 10 দিন । কত দিনে ঐ পদার্থের 75% ক্ষয়প্রাপ্ত হবে ?
100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 5.0 ঘন্টা করে জ্বালানো হয় । প্রতি কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির মূল্য 2.00 টাকা হলে, 30.0 দিনে কত খরচ পড়বে ?
3μF ও 6μF ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে শ্রেণী সময়ে সমবায়ে সাজালে তুল্য ধারকত্বের মান কত ?
কোন স্থির তরঙ্গে সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর দূরত্ব 0.5m হলে, তরঙ্গ দৈর্ঘ্য কত ?
কোন একটি রোধকের মধ্য দিয়ে নির্দিষ্ট মাত্রার তড়িৎ প্রবাহ চলে । এর সাথে 120 Ω রোধ শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে প্রবাহ মাত্রা অর্ধেকে নেমে আসে। রোধকটির রোধ কত ?
একটি কোষের তড়িৎচালক বল 2.0 V এবং অভ্যন্তরীণ রোধ 0.5Ω। এর দু'প্রান্তে 1.5Ω , 2.0Ω এবং 4.0Ω তিনটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হল । 2.0Ω রোধের প্রান্তদ্বয়ে বিভব পার্থক্য কত হবে ?
একটি প্রিজমের উপাদানের প্রতিসারাংক 2 এবং এর ভিতর হতে নির্গত আলোক রশ্মির ন্যূনতম বিচ্যুতি কোণ 300 হলে, প্রিজম-কোণ কত ?
মঙ্গল গ্রহের ব্যাস 600 km এবং এর পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ 3.8 ms-2। মঙ্গল গ্রহের পৃষ্ঠে মুক্তি বেগ কত ?
200 kg ভরের একটি মোটর গাড়ি 30ms-1 বেগে চলছে । ব্রেকের সাহায্যে গাড়িটিকে 20m দূরত্বে থামিয়ে দেয়া হল । বাধাদানকারী বলের মান কত ?
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে । যদি গুলির বেগ চারগুণ হয়, তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে ?
একটি পুকুরের তলদেশে অবস্থিত কোন মাছের দিকে খাড়াভাবে তাকালে মাছটির দূরত্ব 3m মনে হয় । পুকুরটির প্রকৃত গভীরতা কত ? (পানির প্রতিসরাংক 1.33)
দুটি গোলকের ভর যথাক্রমে 40kg এবং 15kg । এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 m হলে, পারস্পরিক আকর্ষণ বল কত ? G = 6.66 × 10-11 Nm2 Kg-2
আপেক্ষিক রোধের ব্যবহারিক একক কোনটি ?
4ms-1 বেগে গমনকালে একজন লোক 6ms-1 বেগে লম্বভাব পতিত বৃষ্টির সম্মুখীন হল । বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে, লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে ?
50m উঁচু হতে একটি পাথরকে 2ms-1 বেগে নিচে ফেলে দেয়া হল । পাথরটি ভূমিতে পড়তে কত সময় লাগবে ?
0.2Kg ভরের একটি পাথরকে 0.6m লম্বা একটি সূতার সাহায্যে বেঁধে আনুভূমিক বৃত্তাকার পথে প্রতি সেকেন্ডে 2.5 বার ঘুরানো হচ্ছে । সুতার টান কত ?
একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য চারগুণ করলে এর দোলন কাল কত হবে ?
কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই হয় ?
সান্দ্রতা গুণাংকের মাত্রা সমীকরণ কোনটি ?
একটি তারকে বল প্রয়োগে সম্প্রসারিত করলে, তারটির একক আয়তনে সঞ্চিত শক্তির রাশি কোনটি ?
একটি তারের উপাদানের ইয়ং এর গুণাংক 2×1011 Nm-2। তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত ?
বায়ু ও পানিতে 300 Hz কম্পাংকের একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 m । বায়ুতে শব্দের বেগ 352 ms-1 হলে, পানিতে শব্দের বেগ কত ?