i - -i = ?
cosθ-sinθ =2 হলে, θ এর মান হচ্ছে-
(3, 0) এবং (-4, 1) বিন্দুদ্বয় দিয়ে অতিক্রমকারী বৃত্তের কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত । বৃত্তটির সমীকরণ হবে-
85 এর দ্বিমিক রূপ হচ্ছে-
D এমন একটি সেট , যাতে কোন উপাদান নেই ; তাহলে D = ?
কোন সমবাহু ত্রিভূজের এক কৌণিক বিন্দুতে দুই বাহু বরাবর দু'টি বল P ও 2P ক্রিয়া করে । বল দু'টির লদ্ধি কত ?
px2 + 7x + 7 = 0 সমীকরণের দু'টি মূল α,β হলে, α+1, β+1 মূলবিশিষ্ট সমীকরণটি হচ্ছে -
x এর যে সকল মান x3 ≥1 শর্তটি সিদ্ধ করে তা হচ্ছে-
5π16 রেডিয়ানের মান হচ্ছে-
যদি sinA = 1213 হয়, তবে cotA = ?
5x2 + 3y = 9 সমীকরণটির জ্যামিতিক পরিচয় হচ্ছে-
y = 2x-1x-2 এর ডোমেইন কত ?
2x2 - 14x11 এর বিস্তৃতিতে কততম পদে x7 আছে ?
y2 = 10 x পরাবৃত্তের (parabola) নাভিলম্বের (latus rectum) দৈর্ঘ্য কত ?
x = 3 + 2i এবং y = 3 - 2i হলে, x2 + xy +y2 = ?
y অক্ষ এবং (7, 2) থেকে (a, 5) বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান কত ?
limx→0cosxx = ?
nC8 = nC12 হলে, nC19 এর মান হচ্ছে-
ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর স্থানাংক (3, 4), (-4, 3) এবং (8, 6) হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
-5
52 খানা তাস হতে যে কোন একটি টেক্কা পাবার সম্ভাবনা কত ?
∫2cos x + 1x + 2sin x dx = ?
একটি বৈদ্যুতিক খুঁটি 6 ফুট উচ্চতায় ভেঙ্গে গিয়ে গোড়া হতে 8 ফুট দূরত্বে মাটি স্পর্শ করেছে। খুঁটিটির উচ্চতা কত ছিল ?
A→=i^ -2j^ - 2k^ এবং B→=6i^ +3j^ + 2k^ ভেক্টর দু'টির মধ্যবর্তী কোণ হচ্ছে-
y = log(logx) হলে, dydx =?