টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
একটি সংখ্যা ৩০১ হতে বড় ৩৮১ হতে তত ছোট , সংখ্যাটি কত?
কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ১০, ১৫, ২০ এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো । এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?
কোনো দ্রব্যের মূল্য ৬% বৃদ্ধি পেলে ঐ দ্রব্যের ব্যবহার কী পরিমাণ কমালে ঐ দ্রব্যের জন্য ব্যয় বৃদ্ধি পাবে না?
দুই অংকবিশিষ্ট একটি সংখ্যা অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ :১ হবে।
কোন ভগ্নাংটি ২/৩ থেকে বড় ?
কোন ক্ষেত্রে ত্রিভুজ অংকন সম্ভব?
ত্রিভুজ ABC এর AC2=AB2+BC2 , ∠ABC=?
a+b=12, a-b = 2 হলে 2ab= ?
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ ফুট , বর্গের ক্ষেত্রফল কত?
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
১২ থেকে ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
কোনো মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়, ঐ মূলধন তিনগুণ হবে কত বছরে ?