১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি কাজ কের ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করতে পারবে?
এক টাকায় ৩টি করে আম করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
x+1x=2 হলে x3+1x3 এর মান কত?
সালেহ ও আনুর বয়সের অনুপাত ৫ : ৪। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ১১ : ৯। আনুর বর্তমান বয়স কত?
১২৫০ কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘণ্টা , ৩ ঘণ্টা এবং ৪ ঘণ্টা পর পর একত্রে বাজতে থাকবে। ১ দিনে তারা কত বার একত্রে বাজবে?
(a-5)(a+x)=a2-25 হলে x এর মান কত?
একটি মুদ্রা ২ বার নিঃক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভবনা কত?
কোন সংখ্যাটি ব্যতিক্রম?
দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩ । সংখ্যা দুটির ল.সা.গু কত?
০.০০০১ এর বর্গমূল কত?
কোন সংখ্যাটি বৃহত্তম?
০.৫÷০.০৫=?
a+b+c=15 এবং a2+b2+c2 =83 হলে, ab+bc+ca এর মান কত?
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
বর্গমূল নির্ণয় করুন: .০০২৫
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
২৫ ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হল যেন এক অংশ অন্য অংশের ১/৪ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট হলো?
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?