একটি কোম্পানির অর্ধেক কর্মী ১৮০০০ টাকার বেশি বেতন পায় এবং ১/৩ অংশ ১৫০০০ টাকা থেকে ১৮০০০ টাকার মধ্যে বেতন পায় কর্মীদের কত অংশ ১৫০০০ টাকার কত বেতন পায় ?
একটি ক্যাম্পে ৪০০০ জন সৈন্যের ১৯০ দিনের খাবার আছে । ৩০ দিন পর ৮০০ জন সোইন্য অন্যত্র চলে গেল।অবশিষ্ট খাদ্যে বাকীদের কতদিন চলবে ?
১৫ % ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করা হল। যদি বিক্রয় মূল্য ৮ টাকা বেশি হত তাহলে বিক্রতার ১০% লাভ হত। ঘড়ির ক্রয়মূল্য কত টাকা ?
মুনীর,সাগর ও সৈকতের বর্তমান বয়সের সমষ্টি ৮১ বছর ।তিন বছর আগে তাদের বয়সের গড় কত বছর ছিল ?
পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি ১৫ হ্লে,সেই ধারার তৃতীয় সংখ্যাটি কত ?
পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ঃ৩। যদি এটাতে ২ কেজি চিনি যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় ২ঃ১। মূল দ্রবণে চিনির পরিমাণ কত কেজি ছিল ?
যদি বিক্রয়মূল্য দ্বিগুণ করা হয় তাহলে মুনাফা তিনগুণ হয়ে যায় ।মুনাফার শতকরা হার কত ?
একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২০০ বর্গমিটার । যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত ?
একটি দ্রব্য ৪২৫ টাকায় বিক্রয় করলে লাভ যা হয় ৩৫৫ টাকায় বিক্রয় করলে সমান ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
যদি লাভের হার বিক্রয়মূল্যের উপর ২০% হয় এবং উৎপাদন ব্যয় ১২০০০০ টাকা এবং মোট ব্যয় ১৮০০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত ?
কোন প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ৫০০০০ টাকা , ক্রয় ২০০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৪০০০০ টাকা হলে ,সমাপনী মজুদ কত ?
নতুন কুঋণ ৩০০০ টাকা , বিবিধ দেনাদার ২০০০০ টাকা, ৫% হারে কুঋণ সঞ্চিতি রাখা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত টাকা ?
কোন সংখ্যা সাথে ১৩ যোগ করলে যোগফল এক তৃতীয়াংশ সেই সংখ্যার দ্বিগুণের থেকে ১ বেশি হয় ।সংখ্যাটি কত ?