P এর মান কত হলে 4x2-px+9 একটি পূর্ণবর্গ হবে?
ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ১০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত কোণ এর একটি ১১৫ ডিগ্রি । অপর কোণটি কত ডিগ্রী হবে?
একটি চাকার ব্যাস ৪.২ মিটার । চাকাটি ৩০০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রী কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত?
১০ টাকায় ১২ টি করে কোনো জিনিস ক্রয় করে ১০ টাকায় ৮ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
যদি a3-b3=513 এবং a-b=3 তবে ab সমান কত?
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও ১০% হ্রাস করা হলো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
১ ইঞ্চিতে কত সেন্টমিটার ?