একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২, ১৬ সারিতে সাজানো যায় আবার বর্গাকারে ও সাজানো যায়। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে?
একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ । ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত গজ?
দুটি সংখ্যার গুনফল ১৫৩৬ । সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে তাদের গ.সা.গু কত?
একটি বন্দুকের গুলি সেকেন্ডে ১৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি ছুড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদ হবার শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট । লক্ষ্যবস্তুর দূরত্ব কত ?
দুইটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক থেকে ৩ বেশি । সংখ্যাটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশি । সংখ্যাটি কত?
ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?
দুটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৮ মিনিটে পূর্ণ হয়। পাইপ দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম পাইপটি বন্ধ করে দেয়ায় ট্যাংক পূর্ণ হতে আরোও ৬ মিনিট সময় লাগল।
একজন বিক্রেতা ১১০ টাকা কেজি দরের চায়ের সাথে ১০০ টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি করে মোট ২০০০টাকা লাভ করে। বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল ?
৯৯৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রত্তম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা নিঃশেষ বিভাজ্য?
দুটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭ । তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
নিচের কোনটি ক্ষুদ্রত্তম সংখ্যা?
একটি বাড়ির উচ্চতা ৪০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫...................... ধারাটির দশম পদ কি হবে?
একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান ৪৫ ডিগ্রী হলে বহুভুজের বাহুর সংখ্যা হবে-
৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে । ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক সেই কাজের দ্বিগুন একটি কাজ কত দিনে করতে পারে?
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার ও প্রস্থ ২৪ মিটার। বাগানের ভিতর চারদিকে ২ মিটার চোড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত মিটার?
একটি শিবিরে ২৭০ জন সৈন্যের ২০দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আগমনের কারনে অবশিষ্ট খাদ্য তাদের ৮ দিন চলে। শিবিরে কতজন নতুন সৈন্য এলো?
কোনো বিক্রেতাকে ৩.২৫ টাকা, ৪.৭৫ টাকা এবং ১১.৫০ টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে গেলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন?
কোনো পরীক্ষা ৮০% গনিতে ও ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাশ করলে ৬০% । উভয় বিষয়ে ফেল করল কতজন ?
এক দোকানদার ১২.৫% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রি করলেন তার চাইতে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?